খারাপ কিছু ঘটলে তা সন্তানদের থেকে লুকোন না এআর রহমান। খারাপ খবর শোনাতে দু’বার ভাবেন না তিনি। ধারে জর্জরিত হয়ে যাওয়া হোক বা পারিবারিক সমস্যা, সবটাই সন্তানদের সঙ্গে ভাগ করে নেন এআর রহমান। তবে এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন সুরকার।
বাস্তব থেকে কখনও সন্তানদের দূরে রাখতে চান না তিনি। চারপাশে যা ঘটছে, ভাল হোক বা খারাপ, সবটাই সন্তানদের তিনি বলেন। তাঁর কথায়, “আমি চাই আমার সন্তানেরা সবটা জানুক, চার দিকে কী কী ঘটছে। দুঃসংবাদ হোক বা কোনও সমস্যা, ওদের থেকে লুকিয়ে রাখা আমি বিশ্বাস করি না।”
আরও পড়ুন:
দায়দায়িত্ব নিয়েও ছেলেমেয়েদের সঙ্গে খোলাখুলি কথা বলেন এআর রহমান। তাঁর মতে, “খারাপ বিষয়গুলি ওদের বলা মানে ওদের উপর চাপ সৃষ্টি করা নয়। বরং আমি চাই, এই সবের থেকে ওরা শিক্ষা নিক।”
এআর রহমান নিজে শৈশবে আর্থিক ওঠাপড়া দেখেছেন পরিবারে। সেই কারণেও তাঁর এমন ভাবনা। খুব ছোট থেকে পরিবারের আর্থিক দায়িত্ব নিতে হয়েছিল তাঁকে। সুরকার নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মা ও বোনেদের সঙ্গে বড় বড় আর্থিক সমস্যার সাক্ষী থেকেছি আমি। ওই অভিজ্ঞতা, ওই দায়দায়িত্বগুলিই শিক্ষার কাজ করেছে। ওই ঘটনাগুলির জন্য আজ এই মানুষটা হয়ে উঠতে পেরেছি আমি।”
এই মুহূর্তে ‘গান্ধী টক্স’ ছবির গানের কাজ করছেন এআর রহমান। এই ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতী, অরবিন্দ স্বামী, অদিতি রাও হায়দরী। ছবিটি মুক্তি পাবে ৩০ জানুয়ারি।