করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে তরজা থামছে না। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর নাকি করিশ্মার দুই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন। এমনকি। দলিল জাল করার অভিযোগও রয়েছে প্রিয়ার বিরুদ্ধে। এ বার সেই দলিলে ধরা পড়ল বেশ কিছু অসঙ্গতি। সোমবার আদালতে বিষয়গুলি তুলে ধরলেন করিশ্মার সন্তানদের আইনজীবী।
সামাইরা (২০) ও কিয়ান (১৫)-এর আইনজীবী মহেশ জেঠমলানী দাবি করেছেন, সম্পত্তির দলিলে বেশ কিছু ফাঁক থেকে গিয়েছে। যেমন কন্যা সামাইরার বাড়ির ঠিকানা ভুল লেখা হয়েছে এবং পুত্রের নামের বানানও ভুল রয়েছে। এই দলিল আসলে সঞ্জয় তৈরিই করেননি, দাবি করেছেন আইনজীবী। তিনি আরও জানান, সঞ্জয় যথেষ্ট সুস্থ-সবল ছিলেন। ওঁর ভারতের সম্পত্তি খুবই সুরক্ষিত করে রাখা ছিল। কিন্তু দলিলে যা লেখা রয়েছে তা অত্যন্ত খারাপ মানের। সঞ্জয়ের তৈরি দলিলে এমন ভুল অস্বাভাবিক বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
মহেশ জেঠমলানী প্রশ্ন তুলেছেন, “সঞ্জয়ের সঙ্গে ওঁর সন্তানদের সম্পর্ক খুব ভাল ছিল। কী ভাবে উনি নিজের মেয়ের ঠিকানা ও ছেলের নামের বানান একাধিক জায়গায় ভুল লিখতে পারেন?”
গত ১২ জুন মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তার পর থেকে সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে প্রশ্ন উঠছে। ৩০ হাজার কোটির মধ্যে ১৯০০ কোটি টাকার সম্পত্তি দেওয়া হয়েছে করিশ্মার দুই সন্তানকে। কিন্তু তা নিয়ে সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের মতে, এই সম্পত্তি কিছুই নয়। মহেশ জেঠমলানী আগেও বলেছিলেন, “প্রিয়া কপূর নিজেই এই দলিল তৈরি করিয়েছেন। এই জঘন্য ভিত্তিহীন দলিল অনুযায়ী, আমাকে (করিশ্মার দুই সন্তান) সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে।”