Advertisement
০৩ মার্চ ২০২৪
Shatarup Ghosh

বিয়ের ‘পহেলি’ রাত গড়াতে না গড়াতেই শতরূপের ১৪ বছর আগের রূপ প্রকাশ্যে

বিয়ের বয়স মাত্র ৫ দিন। এই কয়েক দিনেই প্রকাশ্যে শতরূপের আগের রূপ। এই রূপ আগে কখনও দেখেননি।

বিয়ের আগে শতরূপের এমন রূপ আগে দেখেছিলেন কি?

বিয়ের আগে শতরূপের এমন রূপ আগে দেখেছিলেন কি? ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৮:২৭
Share: Save:

রবিবার, ৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন সিপিআইএমের যুব নেতা শতরূপ ঘোষ। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, সইসাবুদ সেরেই দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করেছেন যুবনেতা। শতরূপের স্ত্রী পহেলী সাহা পরিচিত মুখ। বহু মিছিলে তাঁরা একসঙ্গে হেঁটেছেন। বিয়ের দিন সোনার গয়না আর মেরুন বেনারসিতে সেজে উঠেছিলেন পহেলী। শতরূপের পাঞ্জাবির রঙেও ছিল মিল। ২০২২-এর ৫ ডিসেম্বর ফ্রেমবন্দি তাঁদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত।

এ তো গেল ৫ দিন আগের কথা। কিন্তু তাঁদের গল্পটা তো শুরু হয়েছিল অনেকগুলো বছর আগে! পুরনো শতরূপ আর পহেলীকে দেখলে চমকে যাবেন। বিয়ের ৫ দিনের মাথায় সেই পুরনো দিনে ফিরে গেলেন স্ত্রী পহেলী। প্রায় ১৪ বছর আগে তোলা সেই ছবি। দু’জনেই তখন বেশ ছোট। সম্ভবত সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। দু’জনেই বেশ রোগা। তখন যে কলেজবেলা, তা ছবিতেই স্পষ্ট। আর পাশেই ৫ দিন আগের ছবি। যেন অনেকটা রূপকথার গল্পের মতো। দুই ছবি পাশাপাশি রেখে শতরূপের স্ত্রী লেখেন, “এ ভাবেই চলতে থাকবে।”

রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলী গার্ডেনে বসেছিল বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ সিপিআইএমের বহু নেতা-নেত্রীইউপস্থিত হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE