এমনিতে তিনি চুপচাপ। কাজের বাইরে ব্যক্তি জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না কখনওই। কিন্তু জামাইয়ের প্রশংসা করতে কখনওই পিছপা হননি ‘থালাইভা’ রজনীকান্ত।
অতীতে এক অনুষ্ঠানে ধনুষের প্রসঙ্গ উঠতেই তিনি বলেছিলেন, “ধনুষ খুবই ভাল ছেলে। ও মা-বাবাকে খুবই শ্রদ্ধা করে। ওঁদের ঈশ্বর বলে মানে। ওর স্ত্রীর খেয়াল রাখে। বাবা, জামাই— সব চরিত্রই ও খুব নিষ্ঠা নিয়ে পালন করে। ও একজন ভাল এবং প্রতিভাশালী মানুষ।”