Advertisement
০৬ মে ২০২৪
Health

Diabetes and pineapples: ডায়াবিটিস রোগীদের জন্য আনারস খাওয়া কি বিপজ্জনক

অনেকেরই পছন্দের ফল আনারস। শরীরে ডায়াবিটিস বাসা বাঁধলে এই ফল খাওয়া কি ঠিক?

শরীরে ডায়াবিটিস বাসা বাঁধলে বেশি করে শাকসব্জি ও ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

শরীরে ডায়াবিটিস বাসা বাঁধলে বেশি করে শাকসব্জি ও ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৩:০৭
Share: Save:

ডায়াবিটিস হলে দৈনন্দিন জীবনে বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে খাদ্যাভ্যাসে একটা বড় পরিবর্তন আসে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকা থেকে বাদ রাখতে হয় অনেক কিছুই। বিশেষত মিষ্টি জাতীয় খাবার এবং পানীয়। ডায়াবিটিস রোগীদের মাটির তলার সব্জি, ভাত খেতেও বারণ করে থাকেন চিকিৎসকরা। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ এর হাত ধরেই ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ, হৃদ্‌যন্ত্র-সহ বিভিন্ন অঙ্গ।

শরীরে ডায়াবিটিস বাসা বাঁধলে বেশি করে শাকসব্জি ও ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। গ্রীষ্মে যে সব রকমারি মিষ্টি ফলে বাজার ছেয়ে যায় তার মধ্যে অন্যতম আনারস। ডায়াবিটিস রোগীরা কি আনারস খেতে পারেন?

চিকিৎসকরা বলছেন, আনারস নিঃসন্দেহে স্বাস্থ্যকর একটি ফল। ডায়েটারি ফাইবার, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ আনারস অনেক রোগের মোকাবিলা করার ক্ষমতা রাখে। তবে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে আনারস এড়িয়ে চলাই ভাল। খেলেও অল্প পরিমাণে। ডায়াবিটিস থাকলে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ বেশি এমন খাবার এড়িয়ে চলার কথা বলা হয়। আনারসের জিআই-এর পরিমাণ ৫১ থেকে ৭৩-এর মধ্যে। ফলে আনারস খেলেও তা যেন ১০০ গ্রামের বেশি না হয়। এর বেশি আনারস খেলে রক্তে শর্করার মাত্রা আরও বেড়ে যেতে পারে। ডায়াবিটিস রোগীদের জন্য আনারস খুব বেশি উপকারী না হলেও এই ফল কিন্তু একেবারে গুণহীন নয়।

আনারস কী ভাবে যত্ন নেয় স্বাস্থ্যের?

১) অ্যান্টিঅক্সিড্যান্ট-সমৃদ্ধ আনারস শরীরের বিভিন্ন প্রদাহ দমন করতে পারে।

২) এই ফল ভিটামিন সি-এর একটি সমৃদ্ধ উৎস। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আনারস।

৩) ক্যানসারের ঝুঁকি কমাতেও আনারস দারুণ কার্যকর।

৪) আনারসে উপস্থিত ফাইবার রক্তে কোলেস্টেরল কমাতে ও ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

ডায়াবিটিস রোগীরা কি আনারস খেতে পারেন?

ডায়াবিটিস রোগীরা কি আনারস খেতে পারেন? ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health diabetes Pineapple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE