Advertisement
০৭ ফেব্রুয়ারি ২০২৩
prunes

Bone Health: কেবল বিরিয়ানির স্বাদ বাড়াতেই নয়, আলুবোখরার স্বাস্থ্যগুণও কম নয়

মহিলাদের ক্ষেত্রে ঋতুবন্ধের পর ‘বোন মিনারেল ডিপোজিট’ দ্রুত গতিতে কমতে শুরু করে। আলুবোখরা খেলেই ভাল থাকবে হাড়ের স্বাস্থ্য।

খাদ্যতালিকায় নিয়মিত আলুবোখরা রাখলে বিএমডির মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

খাদ্যতালিকায় নিয়মিত আলুবোখরা রাখলে বিএমডির মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১১:১৬
Share: Save:

মাঝে মধ্যেই বিরিয়ানি খাওয়ার সময় পাতে পড়ে টক মিষ্টি ফল আলুবোখরা। চাটনিতে এই ফল পড়লে তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে এ দেশে আলাদা করে ফল হিসেবে আলুবোখরা খাওয়ার চল নেই বললেই চলে। নানা গবেষণায় দেখা গিয়েছে, এই ফল খেলে নাকি ওজনও কমে। শুধু তাই নয়, প্রতি দিন আলুবোখরা খেলে হাড়ের স্বাস্থ্যও ভাল থাকবে। হাড়ের ক্ষয় কমাবে এবং ভাঙা বা চিড় ধরার ঝুঁকিও কমাতে পারে এই ফল।

Advertisement

আমেরিকার পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির তরফে এই নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘দি অ্যাডভান্সেস ইন নিউট্রিশন’ নামের একটি গবেষণাপত্রে। হাড়ের স্বাস্থ্যের জন্য ‘বোন মিনারেল ডিপোজিট’-এর মাত্রা নিয়ন্ত্রণে থাকা জরুরি। গবেষকরা দাবি করেছেন, খাদ্যতালিকায় নিয়মিত আলুবোখরা রাখলে বিএমডির মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মহিলাদের ক্ষেত্রে ঋতুবন্ধের পর ‘বোন মিনারেল ডিপোজিট’ দ্রুত গতিতে কমতে শুরু করে। ফলে মহিলাদের বয়স বছর পঞ্চাশ পেড়োলেই তাঁরা নানা হাড়-সংক্রান্ত সমস্যায় ভুগতে শুরু করেন। গাঁটের ব্যথা, বাতের ব্যথা এই বয়েসের মহিলাদের লেগেই থাকে। সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। ব্যথা হওয়ায় হাঁটতে-চলতেও নানা সমস্যা হয়ে থাকে। গবেষকরা জানাচ্ছেন, আগে থেকেই নিয়মিত আলুবোখরা খাওয়ার অভ্যাস থাকলেই লাগাম থাকবে এই সমস্যায়। আলুবোখরায় বোরন, পটাশিয়াম ও ভিটামিন কে ভরপুর মাত্রায় থাকে যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে দারুণ উপকারী।

কী ভাবে খাওয়া যায়?

Advertisement

যে কোনও স্যালাড ব্যবহার করা যায় আলুবোখরা। খিদে পেলে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন এই ফল। তা ছাড়া স্মুদিতেও এটি ব্যবহার করা যেতে পারে, খেতে মন্দ লাগবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.