রাহুর সুদৃষ্টি যদি এক জন মানুষের উপর পড়ে, তা হলে উক্ত মানুষের কোনও কিছুর অভাব থাকে না। নাম-যশ-প্রতিপত্তি সব হাতের মুঠোয় থাকে। কোনও প্রকার দুঃখ-দুর্দশা কাছে ঘেঁষতে পারে না। কিন্তু রাহু যদি কোনও ভাবে আপনার উপর রুষ্ট হন তা হলে নিমেষে সাজানো সংসার তছনছ হয়ে যায়। কোনও কাজই ঠিকঠাক হয় না। জীবনে চলার পথে বার বার বাধার সম্মুখীন হতে হয়। অর্থের সমস্যা পিছু ছাড়তে চায় না। কিন্তু রাহুকে পুনরায় তুষ্ট করতে পারলেই এই সকল সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব।
আরও পড়ুন:
বাস্তবে রাহু হল একটি ছায়াগ্রহ। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব প্রচুর। জন্মছকে রাহু খারাপ অবস্থানে থাকলে আমাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। শারীরিক দিকেও এর প্রভাব পড়ে। কিন্তু জন্মছকে যদি রাহু খারাপ অবস্থায় না-ও থাকে, সে ক্ষেত্রেও রাহুকে আরাধনা করলে আপনারই লাভ হবে। রাহু যদি এক বার আপনার উপর আশীর্বাদ বর্তায়, তা হলে জীবনে সুখের অন্ত থাকবে না। রাহুকে খুশি করার জন্য পালন করতে হবে সহজ একটি উপায়। সেটি করতে বিশেষ পরিশ্রমেরও প্রয়োজন পড়বে না। খরচাপাতিও হবে না। সাধারণ জিনিস দিয়েই উপায়টি করে ফেলা যাবে।
আরও পড়ুন:
উপায়টি কী?
প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার এই কাজটি করতে হবে। ঘর মোছার জলে সামান্য পরিমাণ ফটকিরি মিশিয়ে বাড়ির সব ঘর মুছতে হবে। তা হলেই হবে সমস্যার সমাধান। তুষ্ট হবেন রাহু। দু’হাত তুলে আশীর্বাদ করবেন। তবে বুধবার ও শনিবার বাদে অন্যান্য দিন ঘর মোছার জলে ফটকিরি মেশানো যাবে না। কেবল এই দু’দিনই এই কাজটি করতে হবে।