শাস্ত্রমতে, প্রত্যেক ব্যক্তির চরিত্রের কিছু দিকের নেপথ্যে রয়েছে তাঁর রাশি। রাশি অনুযায়ী আমাদের মধ্যে নানা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। ভাল বা খারাপ, উভয়ই আমরা আমাদের রাশির থেকে পেয়ে থাকি। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে কয়েকটি রাশির ব্যক্তিরা অপরের মাথা নিয়ে খেলতে ভালবাসেন। এঁরা অত্যন্ত ধূর্ত প্রকৃতির হন। বিপরীতে থাকা ব্যক্তির মনে কী চলছে সেটা চট করে ধরে ফেলেন। তার পর কথার ভাঁজে তাঁদের মনে নিজের ইচ্ছার বীজ বপন করে দেন। তালিকায় কারা আছে দেখে নিন।
আরও পড়ুন:
মিথুন: ধূর্তদের তালিকায় প্রথমেই রয়েছেন মিথুন রাশির জাতক-জাতিকারা। এঁরা অত্যন্ত খোলা মনের মানুষ হন। যে কোনও মানুষের সঙ্গে কথা জমাতে পারেন। তাঁদের এই বৈশিষ্ট্যের উপর ভর করে মিথুন রাশির ব্যক্তিরা অপরকে বোকা বানান। কোনও বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা না করলে এঁরা ইনিয়ে বিনিয়ে ঠিক অন্য বিষয় টেনে আনেন। বিপরীতের ব্যক্তিটিও তাঁদের এই ফাঁদে পা দিয়ে দেন।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা সর্বদা নিজের মাথায় সেরা হওয়ার ছক কষে চলেন। কোনও তর্কে জড়ালে এঁরা আগে থেকেই ভেবে নেন সেই কথা কাটাকাটির ইতি কোথায় টানতে হবে। এই রাশির জাতক-জাতিকাদের মাথায় আগে থেকেই সমস্ত পরিকল্পনা করা থাকে। দরকারের সময় এঁরা অপরের মাথায় সেই ভাবনার বীজ রোপণ করে দেন।
আরও পড়ুন:
তুলা: কূটনীতিতে এগিয়ে রয়েছেন তুলা রাশির জাতক-জাতিকারা। এঁরা সঠিক সময়ে সঠিক কাজ করেন। যে কোনও সিদ্ধান্ত এই রাশির ব্যক্তিরা খুব ভেবেচিন্তে নেন। বিপরীতের মানুষটিকে কী করে নিজেদের আধিপত্যে আনা যাবে সেটা তাঁরা আগে থেকেই ছক কষে রাখেন। প্রয়োজনের সময় সেই চাল খেলে এঁরা বাজিমাত করে দেন।
বৃশ্চিক: চাপা স্বভাবের হয় বলে বুঝতে পারা যায় না, কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তিরা নজরে রাখেন সব কিছু। এঁরা আশপাশের মানুষদের খুব ভাল পড়তে পারেন। কাকে কী বলে কাজ করিয়ে নেওয়া যাবে সেই মন্ত্র এঁদের জানা রয়েছে। লোকের মাথা এবং মনে নিজের জায়গা করে নেওয়ার কৌশল বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের থেকে ভাল খুব কম মানুষই জানেন।
আরও পড়ুন:
কুম্ভ: যে কোনও পরিস্থিতিকে কুম্ভ রাশির ব্যক্তিরা নিয়ন্ত্রণ করে নিজেকে ভাল মানুষ হিসাবে মেলে ধরতে পারেন। নিজের শত দোষ থাকলেও, এঁরা পরিস্থিতি এমন ভাবে সাজান যাতে মনে হয় বিপরীতের ব্যক্তিটিরই দোষ। সবই এই রাশির ব্যক্তিরা এমন নিপুণতার সঙ্গে করেন যে চট করে তাঁদের ছক ধরে ফেলা যায় না। সবই এঁরা করে থাকেন নিজের কার্যসিদ্ধির জন্য, কারও ক্ষতির জন্য নয়।