চাপের মুহূর্তে বেশির ভাগ মানুষেরই মাথা ঘেঁটে যায়। আর সেটাই তাঁদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখা সহজ বিষয় নয়। বেশির ভাগ মানুষের পক্ষে সেটি করা সম্ভবও হয় না। কিন্তু বেশি পরিস্থিতির চাপে মূর্ছা গেলে ক্ষতি আমাদেরই হয়। কাজ ঠিকমতো করে উঠতে পারা যায় না। সেই কারণে ঊর্ধ্বতনের কাছে কথা শুনতে হয়। ফলত মানসিক চাপ আরও বৃদ্ধি পায়। কিন্তু কিছু মানুষ আছেন যাঁরা যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার ক্ষেত্রে এঁদের কোনও অসুবিধা হয় না। শাস্ত্র জানাচ্ছে রাশিচক্রের চার রাশির ব্যক্তিদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায়। এঁরা চাপের পরিস্থিতি ঘাবড়ে যান না। বরং আরও ভাল ভাবে কাজ করেন।
আরও পড়ুন:
কোন রাশি চাপের মধ্যে ভাল কাজ করে?
সিংহ: সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকাদের তেজও হয় সূর্য-সম। এঁদের কোনও ভাবেই দমিয়ে রাখা যায় না। পরিস্থিতি যতই কঠিন হোক, এঁরা এঁদের কাজ ঠিক করে যান। চাপের সময় সিংহ জাতক-জাতিকারা কেবল নিজেরাই উদ্দীপনার সঙ্গে কাজ করেন না, অপরকেও অনুপ্রাণিত করেন। অতিরিক্ত চাপের মাঝে, শেষ মুহূর্তে এসেও এঁরা নিখুঁত ভাবে কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখেন।
কন্যা: কন্যা জাতক-জাতিকাদের কাছে কাজের উপরে কিছু না। এঁরা কাজপাগল প্রকৃতির হন। যে কোনও পরিস্থিতিতে এঁরা নিজেদের কর্মদক্ষতা আরও উন্নত কী ভাবে করা যায় সেটা নিয়েই ভেবে চলেন। চাপের মুহূর্তে এঁদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পায়। কাজ শেষের নির্ধারিত সময় এগিয়ে এলে, এঁরা চাপ না নিয়ে আরও মন দিয়ে কাজ করা শুরু করে দেন। কাজের চাপ কখনও এঁদের সমস্যার কারণ হয় না।
আরও পড়ুন:
মকর: শনির রাশি মকরও কাজের চাপ নিয়ে ভাবেন না। এঁরা ছোট থেকেই নিজেদের এমন নিয়মের বেড়াজালে গড়ে তোলেন যে, পরবর্তী কালে কোনও কিছুই এঁদের চিন্তায় ফেলতে পারে না। মকর জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী হন। এঁরা পরিশ্রম করতে কখনও পিছপা হন না। তাই কাজের চাপ বস্তুটাই এঁদের কাছে অজানা। এই স্বভাবের জন্য কর্মক্ষেত্রে এঁরা সহজেই বসের প্রিয়পাত্র হয়ে ওঠেন।
আরও পড়ুন:
কুম্ভ: স্বাধীনচেতা কুম্ভ জাতক-জাতিকারা নিজের ছন্দে কাজ সারতে পছন্দ করেন। এঁরা নিজেদের কাজের প্রতি অত্যন্ত দায়িত্ববান ও নিষ্ঠাবান হন। ফলত বসের কথার তোয়াক্কা না করলেও, কাজে ফাঁকি না দেওয়ায় এঁদের কখনও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না। কর্মক্ষেত্রের চাপ এঁদের শান্তির বিঘ্ন ঘটাতে পারে না। কারণ চাপের মুহূর্তে কাজ করতে এঁদের বিশেষ সমস্যা হয় না।