লটারি জেতা-না জেতা ভাগ্যের ব্যাপার। এখনও অবধি যে ক’বার লটারি কেটেছেন, প্রতি বার ব্যর্থ হয়েছেন বলে ভবিষ্যতেও তাই হবে সেটা ভাবা ভুল। আপনার ভাগ্য কখন যে আপনার সঙ্গ দেবে সেটা কেউ বলতে পারে না। তবে জ্যোতিষশাস্ত্র এ ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে। লটারি কাটার আগে জেনে নিন আপনার ভাগ্য কেমন রয়েছে, তা হলেই আর বিফল হওয়ার বা কষ্টের টাকা হারানোর ভয় থাকবে না। জুন মাসের প্রথম সপ্তাহের লটারি-ভাগ্যের খোঁজ দিলেন জ্যোতিষী।
আরও পড়ুন:
মেষ: মেষ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। লটারি কাটার হলে সপ্তাহের মধ্যভাগেই কাটুন।
বৃষ: জুনের প্রথম সপ্তাহে বৃষ রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে সপ্তাহের যে কোনও সময় এক বার লটারি কেটে দেখতে পারেন।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকে না এগোনোই ভাল হবে। ভাগ্যে কোনও প্রাপ্তিযোগ নেই।
আরও পড়ুন:
কর্কট: সপ্তাহের শুরুতে কর্কট রাশির ব্যক্তিরা এক বার চেষ্টা করে দেখতে পারেন। শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
সিংহ: সিংহ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ। লটারি কাটার হলে সপ্তাহের শেষের দিকেই কাটুন।
কন্যা: এই সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকারা লটারির দিকে ঝোঁক দেখাতে যাবেন না। ভাগ্য আপনার সঙ্গে নেই।
আরও পড়ুন:
তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে লটারি কাটতে যাবেন। অযথা ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। যদি কাটারই হয়, সপ্তাহের শেষ দিকে কাটবেন।
বৃশ্চিক: এই সপ্তাহে বৃশ্চিক রাশির ব্যক্তিরা মোটামুটি ভাল ফল পেতে পারেন। কিন্তু সপ্তাহের মধ্যভাগে লটারি কাটতে হবে, অন্যান্য সময় কাটা যাবে না।
ধনু: অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি হতে পারে ধনু রাশির জাতক-জাতিকাদের। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।
আরও পড়ুন:
মকর: জুনের প্রথম সপ্তাহে মকর রাশির আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে, এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
কুম্ভ: কুম্ভ রাশির জাতকেরা খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। ভাল ফল পাবেন না।
মীন: এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের লটারি কাটা উচিত হবে না। অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা রয়েছে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)