বনিবনা হচ্ছিল না দীর্ঘ দিন ধরেই। বিচ্ছেদ চেয়ে এক সপ্তাহ আগে আইনি নোটিসও পাঠিয়েছিলেন স্ত্রী। সেই রাগে স্ত্রীকে গুলি করে খুন করলেন তথ্যপ্রযুক্তি কর্মী। তার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন পুলিশের কাছে। মঙ্গলবার কর্নাটকের বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বালমুরুগান। ৪০ বছর বয়সি ওই যুবক পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। আগে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। তবে চার বছর আগে চাকরি খোয়ান। সেই থেকে ঘরেই থাকতেন তিনি। স্ত্রীর সঙ্গেও বনিবনা হত না তাঁর। তাঁর স্ত্রী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সহকারী ম্যানেজার হিসাবে কাজ করতেন। মঙ্গলবার বালমুরুগান তাঁর স্ত্রী ভুবনেশ্বরী (৩৯)-কে গুলি করে খুন করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা ওই দম্পতি কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে সম্প্রতি পারিবারিক বিবাদের জেরে ওই দম্পতি আলাদা থাকতে শুরু করেন। সন্তানদের নিয়ে রাজানিনগরে থাকতে শুরু করেন ভুবনেশ্বরী। মাত্র এক সপ্তাহ আগে স্বামীকে বিচ্ছেদের আইনি নোটিসও পাঠিয়েছিলেন তিনি। এর পরেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন বালমুরুগান। মঙ্গলবার রাতে স্ত্রী অফিস থেকে বাড়ি ফেরার পর তিনি স্ত্রীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে শানভোগ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়েরা। কিন্তু পথেই মৃত্যু হয় মহিলার। এর পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। মামলায় অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।