ভোরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই শব্দ কিসের এবং এর উৎসস্থল কোথায়, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র কাছে শব্দটি শোনা গিয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের প্রায় সব জায়গাকে ফের ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ওই সমস্ত এলাকা অন্ধকারে ডুবে ছিল। বাজছিল সাইরেনও।
অন্য দিকে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। তার মধ্যেই বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে কয়েক জন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টা প্রতিহত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ভোরে বিএসএফের তরফে জানানো হয়েছে, সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা গিয়েছে। বিএসএফের গুলিতে কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানায়নি। বিএসএফ আধিকারিকেরা জানিয়েছেন, সকালে ওই এলাকায় তল্লাশি চালানো হবে। তার পরেই বিষয়টি স্পষ্ট হতে পারে।
আরও পড়ুন:
জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও বৃহস্পতিবার রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তানে। সেখানে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। গোটা বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁকে ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহৌর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।