Advertisement
E-Paper

‘ভারতের ফাঁদে পা দেবেন না’! এ বার আফগান তালিবানকে আর্জি পাক সেনার, কেন এমন বার্তা?

পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরির অভিযোগ, আফগানিস্তানের মাটি পাক-বিরোধী সন্ত্রাসে ব্যবহার করছে ভারত!

DG ISPR of Pakistan Army appeals Taliban of Afghanistan against India

পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২০:৫৬
Share
Save

আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৎপরতায় মদত দিচ্ছে ভারত! পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি এই অভিযোগ করেছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধরি রবিবার বলেন, ‘‘আফগানিস্তান সরকারের কাছে আমাদের আবেদন, আপনাদের দেশের মাটি পাক বিরোধী সন্ত্রাসের জন্য ভারতকে ব্যবহার করতে দেবেন না।’’

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের পরে কড়া নিন্দা করেছিলেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান নেতৃত্ব। এর পর ৭ মে রাতে পাকিস্তানের ন’টি সন্ত্রাসবাদী ঠিকানায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এবং তার জেরে দু’পক্ষের সামরিক সঙ্ঘাত হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে আফগান প্রধানমন্ত্রী হাসান আখু্ন্দের সরকার পুরোপুরি নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

২০২১ সালের অগস্ট মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কয়েক সপ্তাহের গৃহযুদ্ধে ক্ষমতা দখল করেছিল তালিবান। সামরিক পর্যবেক্ষকদের অনেকের মতে পাক সেনার মদতই ছিল সেই চমকপ্রদ সাফল্যের কারণ। কিন্তু তার পরে গত চার বছরে ধারাবাহিক ভাবে ইসলামাবাদ-কাবুল সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি, খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ডেরা ধ্বংসের অছিলায় আফগানিস্তানের মাটিতে বিমানহামলা চালিয়েছে পাক বায়ুসেনা।

তাৎপর্যপূর্ণ ভাবে চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাক যুদ্ধবিমানের হামলায় নারী, শিশিু-সহ ৪৬ জন গ্রামবাসীর মৃত্যুর পরে কাবুলের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় নিন্দা করেছিল ভারত। অপারেশন সিঁদুরেক পরে গত ১৫ মে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগান মুলুকে তালিবান ফের ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রী পর্যায়ে দুই দেশের মধ্যে সরাসরি কথা হল। তার আগে গত ২৭ এপ্রিল, পহেলগাঁও হামলার ছ’দিনের মাথায় তালিবান সরকারের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের বিশেষ প্রতিনিধি তথা যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। নয়াদিল্লি-কাবুলের এই সখ্য পাকিস্তানকে চাপে ফেলেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Pakistan Army Afghanistan taliban India-Pakistan Conflicts Afghan Taliban Operation Sindoor 2025 Pahelgam Terror Attack

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।