Advertisement
১৯ এপ্রিল ২০২৪
US

আশ্রয়দাতা বাবাকে কিডনি দান করে জীবন ফিরিয়ে দিলেন পালিতা মেয়ে

পালক পিতাকেই নতুন জীবন ফিরিয়ে দিলেন পালিতা মেয়ে ডি’লরেন ম্যাকনাইট। রক্তের সম্পর্ক না থাকলেও, দু’জনের রক্তের গ্রুপ ছিল একদম এক। ঘটনাটি আমেরিকার নর্থ ক্যারোলিনার।

পালক পিতার সঙ্গে পালিতা মেয়ে। ছবি: ফেসবুক

পালক পিতার সঙ্গে পালিতা মেয়ে। ছবি: ফেসবুক

সংবাদ সংস্থা
ক্যারোলিনা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১১:৪৬
Share: Save:

২৭ বছর আগে ছোট্ট একরত্তি মেয়েটিকে একটি অনাথ আশ্রম থেকে নিয়ে এসে তাঁকে নতুন জীবন দিয়েছিলেন বিল্লি হাউস। পেশায় তিনি একজন ধর্ম যাজক। বড় করেছিলেন মেয়ের মতোই আদর-যত্ন-ভালবাসায়। এ বার সেই পালক পিতাকেই নতুন জীবন ফিরিয়ে দিলেন পালিতা মেয়ে ডি’লরেন ম্যাকনাইট। রক্তের সম্পর্ক না থাকলেও, দু’জনের রক্তের গ্রুপ ছিল একদম এক। ঘটনাটি আমেরিকানর্থ ক্যারোলিনার।

বিল্লি হাউসের কিডনির সমস্যা ধরা পড়ে ২০১৬ সালে। ডাক্তাররা তাঁকে জানান যে, অবিলম্বে কিডনি প্রতিস্থাপন না করলে পাঁচ বছরের বেশি আয়ু নেই তাঁর। তারপর থেকেই শুরু হয় কিডনির খোঁজ। কিন্তু কোথাও একই রক্তের গ্রুপের কিডনি না মেলায় সমস্যা বাড়তে থাকে। হতাশ হয়ে পড়েন ৬৪ বছরের বিল্লিও। তারপরেই পালিতা মেয়ে লরেন সিদ্ধান্ত নেন, বাবাকে বাঁচাতে এগিয়ে আসবেন তিনিই।

একটি মার্কিন টেলিভিশন শোয়ে বিল্লি জানান, তিনি মেয়েকে নিয়ে ভীষণই গর্বিত। এই ধরণের আত্মত্যাগ সচরাচর নিজের জীবন ও কেরিয়ারের ঝুঁকি নিয়ে আজকাল খুব বেশি করতে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। লরেনের এই সিদ্ধান্তই তাঁকে নতুন করে জীবন দেখতে ও জীবনবোধ তৈরি করতে সাহায্য করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জঙ্গি বলতে ‘দ্বিধা’ কিসের? উঠছে প্রশ্ন

আরও পড়ুন: কয়েক’শো বছরের প্রাচীন নোঙর থেকেই কি মিলবে সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া সোনার শহরের সন্ধান?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Carolina Kidney
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE