Advertisement
২০ এপ্রিল ২০২৪

‘শান্ত’ সিরিয়া উত্তপ্ত তরজায়, অনড় তুরস্ক

এই মুহূর্তে সিরিয়ায় পৌঁছে গিয়েছে ভিন্ দেশি বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তাদের দাবি, কালকের তুলনায় আজ অনেকটাই শান্ত সিরিয়া। তুর্কি সেনাদের টহল দিতে দেখা গেলেও, আজ বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এ দিকে কুর্দরা বলছে, তাদের ঘাঁটি লক্ষ্য করে আগ বাড়িয়ে বিরতি লঙ্ঘন করছে তুর্কি সেনারাই।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ০৪:০৮
Share: Save:

সিরিয়ায় পাঁচ দিনের সংঘর্ষবিরতির সবে দু’দিন হল আজ। এরই মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেল দু’পক্ষে। তুরস্ক শর্ত মানছে না বলে কাল থেকেই সুর চড়াচ্ছিল কুর্দরা। আজ পাল্টা তোপ দাগল আঙ্কারাও। তাদের দাবি, চুক্তিতে রাজি হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে কুর্দরা অন্তত ১৪টি হামলা চালিয়েছে। এমনটা চলতে থাকলে, বিরতির পরে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এর্ডোয়ান।

এই মুহূর্তে সিরিয়ায় পৌঁছে গিয়েছে ভিন্ দেশি বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তাদের দাবি, কালকের তুলনায় আজ অনেকটাই শান্ত সিরিয়া। তুর্কি সেনাদের টহল দিতে দেখা গেলেও, আজ বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এ দিকে কুর্দরা বলছে, তাদের ঘাঁটি লক্ষ্য করে আগ বাড়িয়ে বিরতি লঙ্ঘন করছে তুর্কি সেনারাই। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের মুখপাত্র মুস্তাফা বালি টুইট করে জানান, আজ জঙ্গি-পোশাকে বেশ প্রাক্তন আইএস জঙ্গিকেও সীমান্তে দাঁড় করিয়ে দিয়েছে তুরস্ক। যুদ্ধবিরতির মধ্যেই সীমান্ত শহরে আঙ্কারা আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও এ দিন অভিযোগ করেন তিনি।

সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে আজ মধ্যস্থ মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও একহাত নেন কুর্দ নেতারা। ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনেরও দাবি, আজ রাস আল-অইনের দিকে যাওয়ার সময় একটি মেডিক্যাল কনভয়কে তুরস্ক-সমর্থিত সিরীয় বাহিনী আটকে দিয়েছে বলেও অভিযোগ তাদের।

পরিস্থিতির দিকে নজর রাখছে ‘সিরিয়ান হিউম্যানিটারিয়ান ইনস্টিটিউট ফর ন্যাশনাল এমপাওয়ারমেন্ট’ (শাইন)-ও। দেশের উত্তর-পূর্ব অংশ আজ শান্ত বলে দাবি তাদেরও। তবে আনন্দবাজারকে দেওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় সংস্থাটির এক প্রতিনিধি দাবি করেছেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। গত জুলাইয়ে মস্কোর বিরুদ্ধে সিরিয়ার এই অংশে রাসায়নিক হামলারও অভিযোগ উঠেছিল। আজ ইদলিব প্রদেশে অন্তত তিরিশটি বিমান হামলার অভিযোগ করেছে ‘শাইন’। সংস্থার ওই প্রতিনিধি হোয়াটসঅ্যাপে একটি বিস্ফোরণের ভিডিয়ো শেয়ার করে দাবি করেছেন, আজ রুশ বোমারু বিমানের হামলায় ওই বাড়িতে থাকা বয়স্ক এক দম্পতির মৃত্যু হয়েছে। যদিও আনন্দবাজারের পক্ষে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syria Turkey Kurd Ceasefire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE