Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dog

জমাট হ্রদের বরফে আটক কুকুরছানা, কী করলেন এই পুলিশ অফিসার

ই দেখে নিজের জীবনের ভয় করেননি তিনি। হিমশীতল জল সাঁতরে তিনি পৌঁছে যান জমে থাকা বরফের কাছে।

বরফে আটকে থাকা কুকুরকে উদ্ধার করছে পুলিশ কর্মী। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

বরফে আটকে থাকা কুকুরকে উদ্ধার করছে পুলিশ কর্মী। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

সংবাদ সংস্থা
ইস্তানবুল শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১১:৫৯
Share: Save:

বরফের মধ্যে আটকে থাকা একটি রাস্তার কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসিত হলেন তুরস্কের এক পুলিশের অফিসার । বরফের মধ্যে থেকে কুকুরকে উদ্ধারের সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বরফের গলা জলের মধ্য দিয়ে গিয়ে কুকুরের কাছে পৌঁছচ্ছেন ওই পুলিশ। তারপর বরফ ভেঙে উদ্ধার করছেন আটকে থাকা ওই কুকুর ছানাটিকে।

পূর্ব তুরস্কের ভ্যান লেকের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওকটেন নামের ওই পুলিশ অফিসার। তখন তিনি দেখতে পান ভ্যন লেকের জমাট বাঁধা বরফের মধ্যে আটকে রয়েছে একটি কুকুর ছানা। সেই দেখে নিজের জীবনের ভয় করেননি তিনি। হিমশীতল জল সাঁতরে তিনি পৌঁছে যান জমে থাকা বরফের কাছে। সেখানে নিজের হাতে বরফ ভেঙে উদ্ধার করেন আটকে থাকা কুকুর ছানাটিকে।

বরফ থেকে তুলে এনে কুকুরটির গায়ে টাওয়েল জড়িয়ে দেন তিনি। তারপর ঠাণ্ডায় কাঁপতে থাকা কুকুরকে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয় পশু চিকিত্সালয়ে। অতিরিক্ত ঠাণ্ডার জেরে কুকুরটি হাইপোথার্মিয়ায় ভুগছে।

এবিসি নিউজকে ওই পুলিশের অফিসার ওকটেন বলেছেন, ‘‘আমি যখন দেখেছিলাম সেটা চূড়ান্ত মুহূর্ত ছিল। তাই কাজটা আমাকে করতেই হত।’’

বিবিসি নিউজ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কুকুর ছানাটিকে দত্তকও নিয়েছেন এবং তার নাম রেখেছেন ‘বাজ’।

আরও পড়ুন: সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ি!

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।​)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Save Dog Dog In Frozen Lake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE