Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Guinness record

৩০ সেকেন্ডে ১০০ লাফ! চিনা তরুণের গিনেস রেকর্ডের ভিডিয়ো দেখুন

অর্থাৎ এক মিনিটের কম সময়েই ১০০ বার লাফিয়েছেন তিনি।

এক মিনিটেরও কম সময়ে ১০০ বার লাফিয়ে বিশ্বরেকর্ড। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

এক মিনিটেরও কম সময়ে ১০০ বার লাফিয়ে বিশ্বরেকর্ড। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৬:৪৬
Share: Save:

চিনের সাংহাইয়ে সম্প্রতি আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল জাম্প রোপ প্রতিযোগিতা। আমরা গ্রাম বাংলায় যেনমন লাফদড়ি খেলা হয়, এই প্রতিযোগিতা ছিল তা নিয়েই। সেখানেই নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন চিনের এক তরুণ। মাত্র ৩০ সেকেন্ডে জোড়া পায়ে তিনি লাফিয়েছেন ১০০ বার! অর্থাৎ এক মিনিটের কম সময়েই ১০০ বার লাফিয়েছেন তিনি।

চিনে আয়োজিত ওই প্রতিযোগিতায় ষষ্ঠ ডাবল ডাচ কনটেস্টে রেকর্ড করা চিনের ওই তরুণের নাম ওয়াং শিসেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোগ দেওয়া প্রায় ৪০০ জন প্রতিযোগীকে হারিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।

দেখুন সেই ভিডিয়ো—

তবে শিসেন একা নন। ওই প্রতিযোগিতার আর একটি ইভেন্টে রেকর্ড করেছেন ১৭ বছরের অন্য এক তরুণ। তার নাম সেন ঝাউলিং। সাংহাইয়ের ওই প্রতিযোগিতায় এক পায়ে লাফের ইভেন্টে ৩০ সেকেন্ডে তিনি ২২৮ বার লাফিয়েছেন, যা সর্বোচ্চ। ২০১৬তে তিনি ২০৮ বার লাফিয়েছেন। গত ১৯ নভেম্বর ২২৮ বার লাফ মেরে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। দেখুন ঝাউলিংয়ের লাফের ভিডিয়ো—

আরও পড়ুন: জলভর্তি রাস্তায় তুলতে গেলেন সেলফি! তার পর কী হল দেখুন

আরও পড়ুন: বিয়ের আগে করতেই হবে তিন মাসের প্রি-ওয়েডিং কোর্স!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Guinness Record Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE