Advertisement
০৩ মে ২০২৪
Artist Luca Luce

মাথাজোড়া টাক, পুরোটাই শিল্প! নিজের হাতে নিজের মাথাতেই ফুল ফোটালেন শিল্পী

নিজেই নিজের টাকে ছবি আঁকেন ইটালির লুকা লুস। লুকার আঁকা অধিকাংশ ছবিই হয় ত্রিমাত্রিক।

নিজের টাকে এমনই সব ছবি এঁকে সমাজমাধ্যমে ঝড় তুলেছেন লুকা লুস নামের এক শিল্পী।

নিজের টাকে এমনই সব ছবি এঁকে সমাজমাধ্যমে ঝড় তুলেছেন লুকা লুস নামের এক শিল্পী। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:২২
Share: Save:

মাথায় চুল না থাকার যে এমন ফায়দা রয়েছে, জানতে পারলে চমকে যেতেন খোদ লালমোহনবাবুও। মাথাজোড়া টাক কখনও বদলে যাচ্ছে ফুলদানিতে, কখনও মনে হচ্ছে মাথার মধ্যে বসে আছে আস্ত একটি ভিন্‌গ্রহী প্রাণী। নিজের টাকে এমনই সব ছবি এঁকে সমাজমাধ্যমে ঝড় তুলেছেন লুকা লুস নামের এক শিল্পী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ‘আর্টডেলিডোজ’ নামের পেজ থেকে প্রকাশিত একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখানো হয়েছে, কী ভাবে লুকা রূপটানের মাধ্যমে বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তোলেন নিজের টাকে। ইতিমধ্যেই পাঁচ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিয়োটি।

নিজের ইনস্টাগ্রামে ইটালির বাসিন্দা লুকা দাবি করেছেন, তিনিই পৃথিবীর প্রথম ‘হাত ও টাকের শিল্পী’। আসলে নিজেই নিজের টাকে ছবি আঁকেন তিনি। অধিকাংশ ছবিই হয় ত্রিমাত্রিক। ফলে একটি নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয় যেন মাথা কেটেই তৈরি করা হয়েছে শিল্পকর্ম। ইনস্টাগ্রামে ৫ লক্ষের বেশি অনুরাগী রয়েছে তাঁর। রইল সেই শিল্পকর্মের ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

artist Artist Luca Luce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE