চশমা পরলে কি মেকআপ বাদ দিতে হবে? এমন ধারণা থেকে অনেকেই হয় মেকআপ করেন না, অথবা চশমা পরেন না। কিন্তু চশমা ছাড়া যাঁরা এক পা-ও চলতে পারেন না, বা যাঁদের কনট্যাক্ট লেন্সের সঙ্গে সুসম্পর্ক নেই, তাঁরা কেন বঞ্চিত হবেন মেকআপ থেকে? তাই চশমাধারীদের জন্য মেকআপের বিশেষ পরামর্শ প্রয়োজন। কী কী মাথায় রাখতে হবে মেকআপ করার সময়ে?
নিয়মিত চশমা ব্যবহারকারী মহিলাদের জন্য তৈরি সাতটি মেকআপ টিপস এখানে দেওয়া হল—
১। আইলাইনারের সঠিক প্রয়োগ: চশমার পিছনে চোখকে আরও স্পষ্ট করে তুলতে আইলাইনারের সঠিক প্রয়োগ দরকার। চশমার ফ্রেমের উপর ভিত্তি করে আইলাইনারের ঘনত্ব কমানো-বাড়ানো উচিত। মোটা ফ্রেম ঘন আইলাইনারের সঙ্গে ভাল মানায়। অন্য দিকে পাতলা বা রিমলেস ফ্রেমের সঙ্গে সূক্ষ্ম লাইনার বেশি ভাল দেখায়।
২। লিপস্টিকের সঠিক প্রয়োগ: চশমা পরলে লিপস্টিকের উপর বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। অর্থাৎ চড়া রঙের লিপস্টিক না পরে হালকা, ন্যুড বেশি মানানসই। যেহেতু চশমা পরলে চোখ এমনিতেই বেশি প্রাধান্য পায়, তাই ঠোঁট এখানে গৌণ থাকলেই ভাল। হয় চোখের সাজ চড়া হবে, নয়তো ঠোঁটের। দু’টি একসঙ্গে ভাল লাগবে না।
চশমা পরলে লিপস্টিকের উপর বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। ছবি: সংগৃহীত।
৩। ফাউন্ডেশনের সঠিক প্রয়োগ: ম্যাট ফাউন্ডেশন বেছে নিন মেকআপের জন্য। নয়তো নাক থেকে চশমা পিছলে পড়ে যেতে পারে। বিশেষ করে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তা হলে ম্যাট বা জলরোধী ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। হালকা পাউডার দিয়ে ত্বকের বেস সেট করে নেওয়া উচিত। তাতে সারা দিন পরিষ্কার ফিনিশ বজায় থাকবে। চকচকে ব্লাশও ব্যবহার করবেন না।
৪। ভ্রুর যত্ন: ভ্রুকে মুখ এবং চশমার ফ্রেমের সঙ্গে মানানসই হতে হবে। পাতলা বা রিমলেস ফ্রেম হলে সরু, আর্চ করা ভ্রু ভাল লাগে। মোটা ফ্রেম থাকলে গাঢ় ভ্রু বেশি মানায়। কিন্তু যদি ফাঁকা ফাঁকা দেখায়, তা হলে নিজের ভ্রুয়ের রঙের সঙ্গে মিলিয়ে একটি ভ্রু পেনসিল ব্যবহার করুন। তাতে পছন্দমতো ভ্রু এঁকে নিতে পারবেন।
৫। চোখের সঠিক মেকআপ: স্মোকি আইজ় সব কিছুর সঙ্গে ভাল লাগে না। মোটা ফ্রেমের চশমা পরে রয়েছেন, সঙ্গে চোখের উপর স্মোকি মেকআপ— তাতে চোখের সাজ একটু বাড়াবাড়ি মনে হতে পারে। বরং হালকা আইশ্যাডো বেছে নেওয়া ভাল, যা চোখকে সুন্দর করে তুলবে, মার্জিত দেখাবে।
আরও পড়ুন:
৬। চোখের পাতার যত্ন: মাস্কারা কখনও সখনও চশমার কাচে লেগে যায়, যার ফলে চোখের মেকআপ ঘেঁটে যেতে পারে। যাঁদের চোখের পাতা লম্বা, তাঁদের জন্য এ সমস্যা বার বার হয়। তাই কার্লার ব্যবহার করা উচিত। কার্লার দিয়ে পাতাগুলি উপরের দিকে করে দিন। তার পর মাস্কারার ব্রাশটি আলতো করে চালিয়ে নিন।
৭। চোখের তলার সঠিক মেকআপ: চোখের তলায় কালি থাকলে চশমা সেগুলিকে আরও স্পষ্ট করে তুলতে পারে। তাই চোখের নীচের অংশটি উজ্জ্বল করার জন্য আপনার ফাউন্ডেশনের চেয়ে এক শেড হালকা কনসিলার ব্যবহার করতে হবে। অনামিকা দিয়ে আলতো করে চোখের তলায় লাগান এবং ভাল ভাবে মিশিয়ে দিন।