পুজোর শপিং শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। ছুটির দিন পেলেই সকাল সকাল বেরিয়ে পড়ছেন ব্যাগ নিয়ে সারা দিন ঘুরে ঘুরে গয়না, শাড়ি, জামা-কাপড়, জুতো কিনে ফিরছেন সন্ধ্যার পরে। তত ক্ষণে রোদে, ধুলো-বালিতে মুখের হাল বেহাল!
পুজোর আগে এমন অবস্থা প্রায় প্রতি সপ্তাহেই হতে থাকে। কারণ পুজোর শপিং এক দিনে শেষ করা ‘মুশকিল হি নহি না মুমকিন হ্যায়’। এই সব দিনগুলিতে বাড়ি ফিরে ত্বককে পরিষ্কার করবেন কী ভাবে? কী ভাবেই বা সারা দিনের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে তরতাজা করে তুলবেন ত্বককে।
তা ছা়ড়া শুধু পুজোর শপিং বলে তো নয়। সারা দিন ধুলোবালিতে অনেকটা সময় কাটাতে হয় অনেককেই। তাঁরা বাড়ি ফিরে কী ভাবে ত্বক পরিষ্কার করবেন? জেনে নিন।
আরও পড়ুন:
প্রথমে ডাবল ক্লিনজিং
বাইরের দূষণ এবং দীর্ঘ ক্ষণ ত্বকে লাগিয়ে রাখা সানস্ক্রিন পরিষ্কার করার জন্য শুধু সাধারণ ফেসওয়াশ যথেষ্ট নয়। তাই ডাবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ পরিষ্কার করা উচিত।
১. অয়েল-বেসড ক্লিনজার: প্রথমে একটি অয়েল-বেসড ক্লিনজার দিয়ে মুখে হালকা হাতে মাসাজ করুন। এটি ক্লিনজ়িং মিল্ক হতে পারে আবার নারকেল তেল বা অলিভ অয়েল বা কাঠবাদামের তেলও হতে পারে। এতে দূষণ, সানস্ক্রিন, মেকআপ এবং ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার হবে। মুখে তৈলাক্ত ক্লিনজ়ার ব্যবহার করার পরে সামান্য জল দিয়ে ধুয়ে নিন।
২. ওয়াটার-বেসড ক্লিনজার: এরপর একটি সাধারণ জেল বা ফোম-বেসড ফেসওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করুন। এটি ত্বকের গভীরে গিয়ে বাকি ময়লা, ধুলো এবং ঘাম দূর করবে।
আরও পড়ুন:
দ্বিতীয় ধাপ—টোনিং
মুখ পরিষ্কারের পরে একটি তুলোর প্যাডে টোনার বা গোলাপ জল নিয়ে আলতো করে পুরো মুখে লাগিয়ে নিন। এটি ত্বকের পিএইচ ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।
শেষে ময়েশ্চারাইজ়িং
অ্যান্টি-অক্সিড্যান্ট সিরাম: দূষণ থেকে ত্বকের ক্ষতি কমাতে সিরাম ব্যবহার করুন। ভিটামিন সি বা নায়াসিনামাইড যুক্ত সিরাম এ ক্ষেত্রে কার্যকর। এটি ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
ময়েশ্চারাইজ়ার: সবশেষে, ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য একটি ভাল ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।
এই পদ্ধতিটি নিয়মিত অনুসরণ করলে আপনার ত্বক দূষণ এবং রোদ থেকে সুরক্ষিত থাকবে।