মন দিয়ে পুজোয় সাজছেন বিদ্যা বালন! রোজই নতুন শাড়ির ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে। দেবীপক্ষের প্রথম দিন থেকে শুরু করেছেন ছবি দেওয়া। তার পর থেকে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থীতেও সেজেগুজে শাড়ি পরে ছবি দিয়েছেন।
নায়িকারা কেমন সাজছেন, তা দেখার জন্য মুখিয়ে থাকেন অধিকাংশেই। অনেকে আবার সেই সাজ দেখে নিজেদের সাজ কেমন হবে, তা ঠিক করেন। কোন শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ় পরলে ভাল লাগবে, কেমন ভাবে শাড়িটি পরলে ভাল লাগবে কিংবা সঙ্গে কী গয়না পরবেন, সে ব্যাপারে দিশা পান। বিদ্যার সাজগোজের ছবি নিঃসন্দেহে সেই দিশা দেবে।
বিদ্যার চেহারার সঙ্গে অধিকাংশ ভারতীয় মহিলা নিজেদের মেলাতে পারবেন। কারণ তিনি রোগা নন, আবার মোটাও নন। মাঝারি গড়ন। মাঝারি উচ্চতা। সাজেনও বেশ ছিমছাম। অথচ দেখতে দিব্যি লাগে তাঁকে। সবার মধ্যে আলাদা করে নজর কাড়েন। বলিউডের তথাকথিত বালুঘড়ির মতো চেহারার নায়িকাদের কেতাদুরস্ত পোশাকের ভিড়েও স্রেফ শাড়ি পরে সবার চোখ নিজের দিকে টেনে নেন বিদ্যা। সেই কায়দা শিখে নেওয়া যায় তাঁর সাজ দেখে।
শুক্রবার চতুর্থীর সকালে বিদ্যা যে শাড়িটি পরেছেন, সেটি মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী পৈঠানী শাড়ি। উজ্জ্বল সবুজ রেশমের জমিতে সূক্ষ্ম সোনালি চেক নকশা সঙ্গে ঢালা টুকটুকে লাল পাড়। পৈঠানীর ঐতিহ্য মেনেই পাড়ে সোনালি সুতোর ঠাসা কাজ। একই রকমের লাল আঁচলে রঙিন সুতোর ফুল-পাতা-পাখির নকশা তোলা। বিদ্যা সেই শাড়ির সঙ্গে যে ব্লাউজ় পরেছেন, তা তৈরি করা হয়েছে শাড়ির ব্লাউজ়পিস দিয়েই। হাতে পাড় বসানো লম্বা হাতা পিঠ খোলা সাধারণ ব্লাউজ়ের নকশা। গলায় গয়না পরেননি। তবে কানে পরেছেন ভারী সোনালি ইয়ার কাফ। চুল টেনে বেঁধে খোঁপা করেছেন। চুলে দিয়েছেন জুঁই ফুলের মালা। হাতে একটি কুন্দনের বালা। সাজ বলতে এটুকুই। তবু সেই ছিমছাম সাজই আলাদা করে চোখ টানছে।
তৃতীয়ায় বিদ্যা বেছে নিয়েছিলেন হলুদ রঙের একটি অরগ্যাঞ্জা শাড়ি। দুর্গা পুজোয় ১০৮ পদ্ম দিয়ে পুজো দেওয়া হয়। বিদ্যার উজ্জ্বল হলুদ অরগ্যাঞ্জায় প্রস্ফুটিত পদ্মফুল হাতে আঁকা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পদ্মপাতা। আর তার উপর টলটলে জলের বিন্দু তৈরি করেছে কুন্দনের উজ্জ্বল পাথর। হলুদ শাড়িটি বিদ্যা পরেছেন গাঢ় গোলাপি রঙের ব্লাউজ় দিয়ে। কানে জলের বড় ফোঁটার মতো দেখতে কুন্দনের ড্যাঙ্গলার ইয়াররিং। পায়ে সোনালি কোলাপুরি চপ্পল। বাহুল্যহীন সাজ। তবু খোলা চুলে তাতেই অনন্যা বিদ্যা।
দ্বিতীয়ায় কাঞ্জিভরম। উজ্জ্বল রয়্যাল ব্লু জমি। মেরুন রঙের পাড়। তাতে বুনে দেওয়া আছে ম্যাট গোল্ড জরির আঁশ নকশা। আঁচলটিও মেরুন। বিদ্যা এই শাড়ির জন্য বেছে নিয়েছেন মেরুনের উপর আর ম্যাটগোল্ড সুতোর স্ট্রাইপ নকশার টিস্যুর ব্লাউজ়। চুলে একটি হাতখোঁপা। কপালে ছোট্ট মেরুন টিপ। হাতে-গলায় একটিও গয়না না পরে বিদ্যা কানে পরেছেন এক খানি ভারী নকশার ঝুমকো। তার নীচে ঝুলছে মুক্তোর দানা।
গায়ে লেপ্টে থাকা সিল্কের শাড়ি। টুকটুকে লাল সেই শাড়িতে জড়ির নকশা পাড়। সঙ্গের স্লিভলেস ব্লাউজ়টিও বেশ জমকালো। তাতে জরির নকশা তোলা বর্ডার। সরু স্ট্র্যাপ উন্মুক্ত রেখেছে কাঁধের অনেকটাই। বিদ্যা এর সঙ্গে সেজেওছেন যত্ন করে। গলায় হার পরেননি। তবে কানে দু’টি বড় চাঁদবালি কানবালা পরেছেন। সেই দুলে মোগল মিনাকারী এবং কুন্দনের কারুকাজ। নীচে ঝুলছে ছোট ছোট তারের সুতোয় গাঁথা মুক্তো। অন্য সময় হাতে বিশেষ গয়না না পরা বিদ্যা প্রতিপদে হাতে পরেছেন জমকালো নকশার কয়েক গাছা বালা। চুল বেঁধেছেন হর্সটেলের আদলে।
এটি ছিল বিদ্যার মহালয়ার সাজ। দুধ সাদা সিল্কের কাসাভু শাড়ি পরেছিলেন নায়িকা। তাতে সোনালি সুতোয় বোনা চওড়া পাড়। শাড়ির সঙ্গে ফিতের মতো স্ট্র্যাপ দেওয়া সাদা ব্লাউজ় পরেছেন। গলায় গয়না নেই। কানে মাঝারি মাপের দু’টি সোনার ফুল। হাতে সাদা-সোনালি রংমিলান্তির কাচের চুড়ি। এর সঙ্গে কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর চুল আলগা করে বেঁধে রেখেছিলেন বিদ্যা। সাদাতে বরাবরই ভাল লাগে তাঁকে। সে দিনও সুন্দর দেখাচ্ছিল।
আরও পড়ুন:
-
সাদা রং ভালবাসেন? পুজোয় সাদা পরেও জমকালো সাজবেন কী করে, শিখিয়ে দিলেন বিদ্যা বালন
-
পুজোর আগে ওজন ঝরাতে পারেননি বলে চিন্তায়? জেনে নিন কেমন পোশাক পরলে রোগা দেখাবে
-
কোন শাড়ি পুজোয় ‘ইন’, কী পরলে মণ্ডপে আপনিই হবেন চুম্বক? শেষ মুহূর্তের সাজেশনে চোখ রাখুন
-
বাদামিই কি নতুন পছন্দের রং! আকাশের রামধনু ছেড়ে কি মাটির কাছে ফিরছে দুনিয়া?