স্যান্ডউইচ বা বার্গারের সঙ্গে মেয়োনিজ খেতে কার না ভাল লাগে। কিন্তু খাচ্ছেন যে, আদৌ কি তাতে কোনও স্বাস্থ্যকর উপাদান আছে? বরং কিছু অপ্রয়োজনীয় পুষ্টিহীন ক্যালোরি আপনার শরীরে ঢুকছে। তার বদলে বাড়িতে বানানো জল ঝরানো দই খেলে শরীর পাবে প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
কেন মেয়োনিজের বদলে জল ঝরানো দই খাবেন?
১) ১ টেবিল চামচ মেয়োনিজে রয়েছে ৯৪ কিলোগ্রাম ক্যালোরি ও ১০ গ্রাম ফ্যাট। এতে প্রোটিনের পরিমাণ শূন্য। অন্য দিকে ১ টেবিল চামচ জল ঝরানো দইয়ে রয়েছে ৩০ কিলো ক্যালোরি, ৯.৬ গ্রাম প্রোটিন ও ৫ গ্রাম ফ্যাট।