ভাত ছাড়া আমরা মূলত যে খাবারটা খাই সেটা রুটি। বিশেষ করে রাতের দিকে অনেকেই আর ভাত খেতে পছন্দ করেন না। ঘরোয়া যে কোনও তরকারি বা সব্জির সঙ্গে রুটি থাকলেই অনায়াসে রাতের খাওয়া সারা হয়ে যায়। অনেকে দুপুরের টিফিন হিসেবেও রুটি খাওয়া পছন্দ করেন। কিন্তু রুটি করার সময় তা যদি ঠিক মতো নরম না হয়, তা হলে কিন্তু খেতে ভাল লাগে না। রুটি শক্ত হওয়া এড়াতে বেশ কিছু সহজ ফন্দি মেনে চলতে পারেন।
নরম রুটি বানানোর ফন্দি
১) আটা মাখার সময় হাল্কা গরম জল ব্যবহার করুন।