Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Summer Season

Drink: উষ্ণ দিন মানেই চাই ঠান্ডা পানীয়? গরম চা খেলে কেমন হয়

গরমের দিনে বারবার গরম কিংবা উষ্ণ পানীয় খেলে ঘাম হয়। কারণ শরীরের ভিতরটাও গরম হয়ে যায়।

ঠান্ডা পানীয়ের জায়গায় খেতে হবে গরম পানীয়।

ঠান্ডা পানীয়ের জায়গায় খেতে হবে গরম পানীয়। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২০:৩২
Share: Save:

গরমের দিনে বারবার ঠান্ডা পানীয় খেতে ইচ্ছা করে? অনেক বার শরবত। ঠান্ডা জল খান। আবার কিছুক্ষণ পরে গলা শুকিয়ে যায়। আবার খান। তবু গরম লাগে। কিছুতেই স্বস্তি মেলে না।

এমন আপনার একার নয়। এই সমস্যা সকলেরই। যে সব জায়গায় গ্রীষ্মকালে আর্দ্রতা বেশি, সেখানকার মানুষদের এই সমস্যা আরও বাড়ে। কিন্তু গরমে বারবার তেষ্টা পাবেই। তখন কি ঠান্ডা জল খাওয়া যাবে না? তা হলে কী করতে হবে?

ঠান্ডা পানীয়ের জায়গায় খেতে হবে গরম পানীয়। একমাত্র তাতেই এই সমস্যার সমাধান হতে পারে।

গ্রীষ্মের দিনে ঠান্ডা নরম পানীয়ের জায়গায় বেশি করে গরম চা-কফি খেলেই আসলে আরামে থাকা যাবে।

গ্রীষ্মের দিনে ঠান্ডা নরম পানীয়ের জায়গায় বেশি করে গরম চা-কফি খেলেই আসলে আরামে থাকা যাবে। ফাইল চিত্র

আরও পড়ুন:

কী ভাবে? তাতে তো আরও বেশি গরম লাগবে। এমনই মনে হচ্ছে কি?

এই ধারণা ঠিক নয়। বরং গরমের দিনে বারবার গরম কিংবা উষ্ণ পানীয় খেলে ঘাম হয়। কারণ শরীরের ভিতরটাও গরম হয়ে যায়। দিনের শেষে দেখা যায় সেই ঘাম যদি সময়ে সময়ে মুছে ফেলা যায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। শরীরের তাপমাত্রা কমলে সব মিলে ঠান্ডা অনুভূতি আসে।

তাই গ্রীষ্মের দিনে ঠান্ডা নরম পানীয়ের জায়গায় বেশি করে গরম চা-কফি খেলেই আসলে আরামে থাকা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea Drinking Summer Season Coffee Sweat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE