Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Weight Loss Recipes

ডায়েট মেনে পাতে রোজ শুধুই সেদ্ধ মুসুর ডাল? স্বাদবদল করতে বানাতে পারেন মুসুর ডালের কবাব

নানা রকম ডালের মধ্যে মুসুর ডাল বেশি জনপ্রিয়। কারণ, অন্যান্য ডালের চেয়ে এতে প্রোটিনের পরিমাণ বেশি।

Masoor dal in your diet

প্রতিদিন সেই এক সেদ্ধ ডাল খেতে কারই বা ভাল লাগে? তাই স্বাদ বদল করতে পাতে রাখতেই পারেন মুসুর ডালের কবাব। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৯:৩৯
Share: Save:

ওজন ঝরাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে বেশি করে ডাল খেতে বলেন পুষ্টিবিদরা। কারণ, ডালে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে ডায়েট মেনে মেদ ঝরাতে এবং সুস্থ থাকতে বেশির ভাগ মানুষই ডাল সেদ্ধ করে খেয়ে থাকেন। নানা রকম ডালের মধ্যে মুসুর ডাল বেশি জনপ্রিয়। কারণ, অন্যান্য ডালের চেয়ে এতে প্রোটিনের পরিমাণ বেশি। কিন্তু প্রতিদিন সেই এক সেদ্ধ ডাল খেতে কারই বা ভাল লাগে? তাই স্বাদ বদল করতে পাতে রাখতেই পারেন মুসুর ডালের কবাব। কেমন ভাবে তৈরি করবেন? রইল তার রেসিপি।

উপকরণ

১) মুসুর ডাল: ১ কাপ

২) পনির: আধ কাপ

৩) পাউরুটির গুঁড়ো: ২ টেবিল চামচ

৪) আদা বাটা: ১ চা চামচ

৫) কাঁচা লঙ্কা বাটা:

৬) নুন: স্বাদ অনুযায়ী

৭) তেল: ২ টেবিল চামচ

৮) পুদিনা পাতা: আধ কাপ

Masoor dal in your diet

নানা রকম ডালের মধ্যে মুসুর ডাল বেশি জনপ্রিয়। ছবি- সংগৃহীত

প্রণালী

মুসুর ডাল ভাল করে ধুয়ে, ভিজিয়ে রাখুন।

ঘণ্টা দুয়েক পর প্রেশার কুকারে সেদ্ধ করে নিন।

ঠান্ডা হলে ভাল করে চটকে মেখে নিন।

এর মধ্যে দিয়ে দিন পনির, আদা, কাঁচা লঙ্কা বাটা, পাউরুটির গুঁড়ো এবং পুদিনা পাতা।

মসৃণ একটি মণ্ড তৈরি করুন। সেখান থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়ে কবাবের আকারে গড়ে নিন।

এ বার ননস্টিক প্যানে তেল গরম করে নিন। কবাব সেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE