Advertisement
২৪ এপ্রিল ২০২৪
India

সিরিজ জয়ের মহড়ায় অভিনব ক্যাচিং প্র্যাক্টিস জাডেজাদের

ঐচ্ছিক অনুশীলন বলে এ দিন নেট প্র্যাক্টিসে দেখা যায়নি বিরাট কোহালি, কে এল রাহুল, মহম্মদ শামিদের।

ত্রিমূর্তি: টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। তার আগে মঙ্গলবার হ্যামিল্টনে প্রস্তুতির ফাঁকে ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। টুইটার

ত্রিমূর্তি: টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। তার আগে মঙ্গলবার হ্যামিল্টনে প্রস্তুতির ফাঁকে ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০৪:৩৩
Share: Save:

গত বার নিউজ়িল্যান্ডে এসে টি-টোয়েন্টি সিরিজ হেরে ফিরতে হয়েছিল ভারতকে। আজ, বুধবার হ্যামিল্টনে তৃতীয় ম্যাচ জিততে পারলেই টি-টোয়েন্টি সিরিজ চলে যাবে বিরাট কোহালির দখলে। তার আগে মঙ্গলবার, নেটে নতুন ধরনের ফিল্ডিং অনুশীলনে ডুবে থাকতে দেখা গেল ভারতীয় ফিল্ডারদের।

ঐচ্ছিক অনুশীলন বলে এ দিন নেট প্র্যাক্টিসে দেখা যায়নি বিরাট কোহালি, কে এল রাহুল, মহম্মদ শামিদের। কিন্তু যাঁরা ছিলেন, তাঁদের দেখা যায় নতুন ধরনের ফিল্ডিং প্র্যাক্টিসে। ‘এক হাতে ক্যাচ ধরা’র অনুশীলন। ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইট করা ভিডিয়োয় এই প্র্যাক্টিস দেখা গিয়েছে। যেখানে এক জন ক্রিকেটার অন্য জনের দিকে শূন্যে বল ছুড়ে দিচ্ছেন। আর সেই ক্রিকেটারকে এক হাতে ক্যাচ ধরতে হচ্ছে। ক্যাচ ধরে আবার তিনি ছুড়ে দিচ্ছেন অন্য এক জনের দিকে। সেই ফিল্ডারকে আবার এক হাতেই ক্যাচ নিতে হবে। এর মাঝে দেখা যাচ্ছে আরও কয়েক জন ক্রিকেটার বল ছোড়ায় বাধা দিচ্ছেন। চেষ্টা করছেন বল কেড়ে নেওয়ার।

ইদানীং ভারতীয় দলের নেট প্র্যাক্টিসে নানা ধরনের ফিল্ডিং ড্রিল দেখা গিয়েছে। গত বছর যেমন দেখা গিয়েছিল, ‘তাড়া করে আমায় ধরো’ ড্রিল। যেখানে এক দল ক্রিকেটারের পিছনে তাড়া করছে অন্য এক দল। সেই অবস্থায় চলছে ফিল্ডিং অনুশীলন। বলা হয়েছে, এই অনুশীলনের মাধ্যমে চাপের মুখে ফিল্ডিং করা রপ্ত করেছেন ভারতীয় ফিল্ডাররা। হ্যামিল্টনের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সে রকমই চাপের মুখে ফিল্ডিং অনুশীলন করলেন রবীন্দ্র জাডেজা, রোহিত শর্মারা। যে অনুশীলনের মূলমন্ত্র ছিল এক হাতে ক্যাচ ধরা।

আরও পড়ুন: কার্তিক, আকাশের গতিতে অস্ট্রেলিয়া-বধ ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ইতিমধ্যেই প্রথম দুটো টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ২-০ এগিয়ে ভারত। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুলের উত্থান অধিনায়ক বিরাট কোহালির হাতে এনে দিয়েছে কয়েকটি বিকল্প রাস্তা। রাহুল কিপিং করায় যে কারণে ছ’নম্বরে এক জন অতিরিক্ত ব্যাটসম্যান বা অলরাউন্ডার খেলানোর সুযোগ থাকছে কোহালির সামনে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে যেমন খেলেছেন শিবম দুবে।

আরও পড়ুন: টিম বাসে ধোনির সিট ফাঁকা এখনও

সিরিজ জয়ের পাশাপাশি একটি ব্যক্তিগত মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন কোহালি। আর মাত্র ২৫ রান করলেই মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে যাবেন ভারত অধিনায়ক। কী সেই রেকর্ড? টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার তালিকায় ধোনির (১,১১২) পরেই চার নম্বরে আছেন কোহালি। এই তালিকায় এক এবং দু’নম্বরে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি (১,২৭৩) এবং নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (১,১৪৮) ।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এ দিন সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে যান, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রধান, প্রধান ক্রিকেটারদের চিহ্নিত করা হয়ে গিয়েছে। রাঠৌর বলেছেন, ‘‘শেষ মুহূর্তে দলের স্বার্থে দু’একটা পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু প্রাথমিক দলটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। চোট-আঘাত ছাড়া সেই দলে খুব একটা বদল হবে না।’’

ভারতের তরুণ ক্রিকেটাররা যে ভাবে উঠে এসেছেন, তা দেখে মুগ্ধ রাঠৌর। কোহালিদের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘এই নতুন প্রজন্মের ক্রিকেটাররা সত্যিই অনবদ্য। যেটুকু সুযোগ ওরা পেয়েছে, সেটাই কাজে লাগিয়েছে। বুঝিয়ে দিয়েছে, ওরা ম্যাচ উইনার। এতে দলের তো উপকার হবেই, ওদের নিজেদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে।’’

দলের দুই তরুণ মুখ— শ্রেয়স আইয়ার এবং রাহুলের আলাদা প্রশংসা শোনা গিয়েছে রাঠৌরের মুখে। তিনি বলেছেন, ‘‘রাহুল এবং শ্রেয়স নিজেদের ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করেছে। গোটা দুনিয়াকে এই দুই ব্যাটসম্যান দেখিয়ে দিয়েছে ওরা কী করতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE