Advertisement
০৪ মে ২০২৪
India vs Australia

মন্থর বোলিং, কোহালিদের ম্যাচ ফি ২০ শতাংশ জরিমানা

চলতি সফরে দ্বিতীয় বার ভারতীয় দলকে জরিমানা দিতে হল মন্থর ওভাররেটের কারণে।

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।

ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৬:২৩
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হল ভারতের। চলতি সফরে এই নিয়ে দ্বিতীয় বার বিরাট কোহালির দলকে জরিমানা দিতে হল এই কারণে।

এর আগে সিডনিতে প্রথম একদিনের ম্যাচেও মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল ভারতের। সেই ম্যাচ চলেছিল ৮ ঘন্টা ধরে। সফরের ষষ্ঠ ম্যাচে এই দ্বিতীয় বার ঠিক সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হল ভারত।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু খতিয়ে দেখা গিয়েছে ভারত নির্ধারিত সময়ে ১ ওভার কম করেছিল। আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে’।

আরও পড়ুন: কোহালি অসন্তুষ্ট ওয়েডের বিরুদ্ধে রিভিউ বাতিল হওয়ায়​

আরও পড়ুন: সৌরভ, শাহ পদে থাকবেন? বিসিসিআই নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে

মঙ্গলবারের ম্যাচ এমনিতেও ভাল যায়নি। ৩-০ করার হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু, তা হয়নি। ১২ রানে জিতে যায় অস্ট্রেলিয়া। ভারত সিরিজ জেতে ২-১ ফলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Vs Australia India ICC Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE