Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দ্রাবিড়কে পাশে পেয়ে সম্মানিত, বলছেন বুমরা

রাহুল দ্রাবিড়ের সঙ্গে ছবি টুইট করে বুমরা লিখলেন, ‘‘দারুণ লাগছে রাহুল স্যরের সঙ্গে দেখা হয়ে। আপনার সঙ্গে কিছু সময় কাটাতে পেরে আমি সম্মানিত।’’

মুগ্ধ: রাহুল দ্রাবিড়ের সঙ্গে রবিবার এই ছবি পোস্ট করলেন বুমরা।

মুগ্ধ: রাহুল দ্রাবিড়ের সঙ্গে রবিবার এই ছবি পোস্ট করলেন বুমরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০৪:২১
Share: Save:

সীমিত ওভারের ক্রিকেট থেকে তিনি আপাতত দূরে আছেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজে দেখা যায়নি যশপ্রীত বুমরাকে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন টেস্ট সিরিজ শুরুর আগে। কিন্তু তা বলে ক্রিকেট থেকে দূরে সরে নেই ভারতের সেরা এই পেস অস্ত্র। যার প্রমাণ পাওয়া গেল রবিবার। বুমরার টুইট করা একটি ছবি থেকে।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে ছবি টুইট করে বুমরা লিখলেন, ‘‘দারুণ লাগছে রাহুল স্যরের সঙ্গে দেখা হয়ে। আপনার সঙ্গে কিছু সময় কাটাতে পেরে আমি সম্মানিত।’’ বুমরা এবং দ্রাবিড়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া মাত্র বলা শুরু হয়ে যায়, ‘ইয়র্কারের রাজার দেখা হয়ে গেল দেওয়ালের সঙ্গে।’ ছবিতে ছিলেন ভারতের আর এক ব্যাটসম্যান, কর্নাটকের করুণ নায়ার। দ্রাবিড়ের সঙ্গে একটি ছবি টুইট করে যিনি লেখেন, ‘‘আমার গুরু যখন আমাকে দেখছে, তখন তার চেয়ে ভাল আর কী হতে পারে?’’ বুমরার সঙ্গে আলাদা করেও একটি ছবি টুইট করেন নায়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে ২২ অগস্ট থেকে। তার আগে নিজের প্রস্তুতি সেরে নিচ্ছেন বুমরা। আরও এক টেস্ট দলের সদস্যকে রবিবার দেখা গিয়েছে দ্রাবিড়ের সঙ্গে। তিনি অজিঙ্ক রাহানে। ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যানও দ্রাবিড়ের সঙ্গে ছবি টুইট করে লেখেন, ‘‘রাহুল ভাই, তুমি পাশে থাকলে সব সময় একটা ইতিবাচক ভাবনা তৈরি হয়ে যায়।’’

বিশ্বকাপে সুযোগ পাননি রাহানে। যা নিয়ে এখনও হতাশা রয়ে গিয়েছে তাঁর। দিন কয়েক আগে মুম্বইয়ের এই ব্যাটসম্যান বলেছিলেন, ‘‘সবারই একটা স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমারও ছিল। সেই স্বপ্ন সফল না হওয়ার হতাশা তো একটা থাকেই। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল, এই সব ভুলে এগিয়ে যেতে হবে।’’ রাহানের সামনে এখন নিজেকে তুলে ধরার লড়াই ক্যারিবিয়ানে। যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন তিনি। রাহানে এও মনে করেন, দু’মাস কাউন্টি ক্রিকেট খেলে তিনি অনেক কিছু শিখেছেন। পাশাপাশি রাহানে এও বলেন, ‘‘আমার মনে হয়, আমি এখন থেকেই পরের বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়েছি।’’

অন্য দিকে, বিশ্বকাপের পরে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। পুরো ফিট রাখতে এই পেসারকে বেছে বেছে ম্যাচ খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দিন কয়েক আগে বুমরা টুইট করেন, ‘‘মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Jasprit Bumrah Rahul Dravid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE