Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricketer

এ বার ‘বেবিসিটার’-এর ভূমিকায় দেখা গেল সহবাগকে

এটি একটি টেলিভিশন বিজ্ঞাপন। কিন্তু ইতিমধ্যেই এই বিজ্ঞাপনের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

বেবিসিটারের ভূমিকায় বীরেন্দ্র সহবাগ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

বেবিসিটারের ভূমিকায় বীরেন্দ্র সহবাগ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৭
Share: Save:

২৪ ফেব্রুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ শুরুর আগে ফের ফিরে এল ‘বেবিসিটিং’ নিয়ে চর্চা। সৌজন্যে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগের করা একটি বিজ্ঞাপন। অস্ট্রেলিয়ার ভারত সফর নিয়ে ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার জার্সি পরিহিত একদল বাচ্চাকে সামলাচ্ছেন তিনি।

এটি একটি টেলিভিশন বিজ্ঞাপন। কিন্তু ইতিমধ্যেই এই বিজ্ঞাপনের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার জার্সি পরে এক দল বাচ্চা বল, ব্যাট, গ্লাভস নিয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তাদেরকে সামলে রাখছেন স্বয়ং সহবাগ।

বেবিসিটিং বিষয়টি উঠে আসে ভারতের অস্ট্রেলিয়া সফরের মেলবোর্ন টেস্টের সময়। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের স্ত্রী বনি ইনস্টাগ্রাম স্টোরিতে তরুণ ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থকে ‘বেস্ট বেবিসিটার’ বলে উল্লেখ করেন।

অস্ট্রেলীয় অধিনায়ক পেইন ঋষভকে বলেন, ‘‘আমি স্ত্রীকে নিয়ে রাতে সিনেমা দেখতে যাব। সেই সময় তুমি আমাদের বাচ্চাকে সামলাতে পারবে?’’

এরপর থেকেই বেবিসিটিং নিয়ে মজায় মেতেছিলেন দুই দেশের খেলোয়াড়রা। একদিনের সিরিজের আগে ফের সেই চর্চা ফের এল সহবাগের বিজ্ঞাপনের সৌজন্যে।

আরও পড়ুন: অনুশীলনে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অশোক ডিন্ডা

(ক্রিকেটারদের ইন্টারভিউ, ফুটবলারদের ইন্টারভিউ, অ্যাথলিটদের লড়াইয়ের গল্প - ক্রীড়াজগতের সব খবর আমাদেরখেলাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE