অনূর্ধ্ব-১৮ অ্যাথলিট নীতিন গুপ্ত সোনা জিততে পারতেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় নিজের ভুলে সেই সুযোগ হারালেন তিনি। জয়ের আগেই উচ্ছ্বাস করতে গিয়ে শেষ করলেন দ্বিতীয় স্থানে।
উত্তরপ্রদেশের নীতিন দ্বিতীয় স্থানে থাকা চিনের ঝু নিংহাওয়ের থেকে ৫০ মিটার এগিয়ে ছিলেন। কিন্তু হাঁটা শেষ করার আগেই উৎসব শুরু করে দিয়েছিলেন নীতিন। সেই সুযোগে তাঁকে হারিয়ে দেন ঝু। ২০ মিনিট ২১.৫০ সেকেন্ডে হাঁটা শেষ করেন তিনি। নীতিন শেষ করেন ২০ মিনিট ২১.৫১ সেকেন্ডে।
আরও পড়ুন:
হেরে গিয়ে রুপো পেলেও নজির গড়েছেন নীতিন। দেশের প্রথম অ্যাথলিট হিসাবে এ বারের অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন তিনি। ১৭ বছরের নীতিন অনূর্ধ্ব-২০ বিভাগে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় বিশ্বরেকর্ডের অধিকারী। তিনি ১৯ মিনিট ২৪.৪৮ সেকেন্ডে হাঁটা শেষ করেছিলেন জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে।