বদলের ইঙ্গিত দিয়ে দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। হেডিংলেতে প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে দ্বিতীয় টেস্টে যে ভারতের প্রথম একাদশে বদল হবে তা প্রায় নিশ্চিত। এ বার প্রশ্ন হচ্ছে, কারা বাদ পড়বেন আর কারা খেলবেন। দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে জোড়া বদলের সম্ভাবনা রয়েছে। কারা খেলতে পারেন তা খতিয়ে দেখল আনন্দবাজার ডট কম।
এজবাস্টনের মাঠে প্রায় ১১ মিলিমিটার ঘাস রয়েছে। অর্থাৎ, পেসারেরা সেখানে সুবিধা পাবেন। পাশাপাশি এটাই ইংল্যান্ডের একমাত্র মাঠ যেখানে স্পিনারেরাও সুবিধা পান। ফলে দুই স্পিনারের পাশাপাশি তিন পেসার খেলানোর পরিকল্পনা করতে পারেন শুভমন গিল, গৌতম গম্ভীরেরা। ভারতের ব্যাটিং আক্রমণ একই থাকবে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
১) যশস্বী জয়সওয়াল— প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছেন। ফিল্ডিংয়ে চারটে ক্যাচ ছেড়েছেন ঠিকই, কিন্তু যশস্বীর ব্যাট ভরসা দিয়েছে। তিনিই আরও এক বার ওপেন করবেন।
২) লোকেশ রাহুল—প্রথম টেস্টের দুই ইনিংসেই রান করেছেন। দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন। স্লিপে ভাল ক্যাচও ধরেছেন। রাহুলের অভিজ্ঞতা ভারতের বড় ভরসা।
৩) সাই সুদর্শন— অভিষেকে বড় রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে ভাল দেখাচ্ছিল তাঁকে। এক ম্যাচের উপর নির্ভর করে তাঁকে বাদ দেবে না দল। দ্বিতীয় টেস্টেও তাঁকে ভারতীয় দলে দেখা যাবে।
৪) শুভমন গিল— অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে শতরান করেছেন। কিন্তু দল হেরেছে। ফলে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে রানের পাশাপাশি ম্যাচও জিততে চাইবেন শুভমন।
৫) ঋষভ পন্থ— প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন। ফর্মে দেখাচ্ছে পন্থকে। দ্বিতীয় টেস্টেও সেই ছন্দ ধরে রাখতে চান ভারতের উইকেটরক্ষক।
৬) করুণ নায়ার— প্রত্যাবর্তনের টেস্টে তিনি রান পাননি। কিন্তু করুণের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে ভারতীয় দল। তাই এজবাস্টনেও ভারতের প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:
৭) রবীন্দ্র জাডেজা— প্রথম টেস্টে রান পাননি। দ্বিতীয় ইনিংসে বল হাতে ভাল করেছেন। এজবাস্টনে সুবিধা পেতে পারেন জাডেজা। তাঁর অভিজ্ঞতা দলের বড় শক্তি।
৮) নীতীশ রেড্ডি— প্রথম টেস্টে খেলেছিলেন শার্দূল ঠাকুর। কিন্তু ব্যাট-বল হাতে বিশেষ কিছু করতে দেখা যায়নি। তাই দ্বিতীয় টেস্টে নীতীশকে দেখা যেতে পারে। পেসার অলরাউন্ডার হিসাবে শার্দূলের বদলে তাঁর খেলার সম্ভাবনা।
৯) ওয়াশিংটন সুন্দর— এজবাস্টনে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সম্ভাবনা রয়েছে। কুলদীপ যাদব বাঁহাতি স্পিনার। জাডেজাও তাই। সেই কারণে ডানহাতি স্পিনার সুন্দরকে খেলাতে পারে ভারত। সুন্দর ব্যাটটাও ভাল করতে পারেন। তিনি খেললে ৯ নম্বর পর্যন্ত ব্যাটার থাকবে ভারতের। আগের টেস্টে দুই ইনিংসে যে ভাবে শেষ দিকে ব্যাটিং বিপর্যয় হয়েছে তা আটকানো যেতে পারে। সে ক্ষেত্রে প্রথম টেস্টে খারাপ বল করা প্রসিদ্ধ কৃষ্ণকে বসতে হবে বাইরে।
১০) জসপ্রীত বুমরাহ— দ্বিতীয় টেস্টে বুমরাহ খেলবেন কি না তা নিয়ে অনেক জল্পনা হয়েছে। কিন্তু দলের সহকারী কোচ দুশখাতে জানিয়েছেন, বুমরাহ খেলার জন্য তৈরি। যে হেতু প্রথম টেস্টে ভারত হেরেছে তাই দ্বিতীয় টেস্টে বুমরাহের খেলার সম্ভাবনা বেশি।
১১) মহম্মদ সিরাজ— প্রথম টেস্টে বেশি উইকেট না পেলেও সিরাজ খুব খারাপ বল করেননি। তাঁর বেশ কিছু বল ইংরেজ ব্যাটারদের সমস্যায় ফেলেছে। তাই দ্বিতীয় টেস্টেও বুমরাহের সঙ্গে নতুন বল হাতে তাঁর খেলার সম্ভাবনা বেশি।