Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
WTC Final 2023

টেস্ট বিশ্বকাপে নামার আগে কে এগিয়ে? রোহিত-কোহলিদের নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৈরি হচ্ছেন প্যাট কামিন্সরাও।

Rohit Sharma and Virat Kohli

৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ২২:২৩
Share: Save:

৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৈরি হচ্ছেন প্যাট কামিন্সরাও। ফাইনালে নামার আগে যদিও রোহিত, কোহলিদের কিছুটা এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘ভারত কিছুটা হলেও এগিয়ে নামবে। তার প্রধান কারণ, গত ৫-৬ বছর ধরে দলটার পরিশ্রম। কঠিন পরিশ্রম করেছে ক্রিকেটাররা। ওরা ধারাবাহিকতা দেখিয়েছে। ফিটনেস ভাল করেছে। তারই ফল পাচ্ছে। অস্ট্রেলিয়ার থেকে ধারেভারে রোহিতরা এগিয়ে।’’

শাস্ত্রীর মতে, অস্ট্রেলিয়ার তুলনায় ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা বেশি। বিশেষ করে ব্যাটিং বিভাগে কামিন্সদের টেক্কা দেবেন রোহিতরা। শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। বিরাট, রোহিত, পুজারা, রাহানেদের অভিজ্ঞতা অনেক বেশি। ইংল্যান্ডের পরিবেশে ওরা সহজে মানিয়ে নিতে পারবে। অন্য দিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে গত কয়েক বছরে অনেক বদল হয়েছে। ফলে ওদের অভিজ্ঞতা অনেক কম।’’

এ বার দ্বিতীয় বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। গত বার সাউদাম্পটনে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। এ বার জয়ের লক্ষ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে ভারত। মাঠে নামার আগে তাদেরই এগিয়ে রাখলেন শাস্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE