টেস্ট এবং টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছিলেন আগেই। এক দিনের ক্রিকেটের অধিনায়কত্বও হারিয়েছেন কিছু দিন আগে। সেই রোহিত শর্মা সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে একটি বারের জন্যও গৌতম গম্ভীরের নাম মুখে আনলেন না। তাঁর মুখে শুধু রাহুল দ্রাবিড়ের কথা।
দ্রাবিড় কোচ থাকাকালীন তাঁর সঙ্গে রোহিতের সম্পর্ক খুব ভাল ছিল। দু’জনের ঠান্ডা মাথা এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত সমীহ আদায় করেছিল অনেকেরই। সেই দ্রাবিড়কে নিয়ে রোহিত বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারাই খেলেছিল তাদের মাথার মধ্যে সব সময়ে চলত যে কী ভাবে ম্যাচ জিততে হবে। কী ভাবে পা মাটিতে রাখবে হবে এবং বিশ্বাস রাখতে হবে কঠোর পরিশ্রমে।”
রোহিত আরও বলেন, “গোটা দলই খুব ভাল খেলেছে। তাতে আমারই অনেক লাভ হয়েছে। ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার সঙ্গে রাহুল ভাই ছিল। তার পর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছি আমরা। ২০২৩-এর বিশ্বকাপে শেষ ধাপটা আমরা পেরোতে পারিনি। তার পরেই ঠিক করেছিলাম, দল হিসাবে কিছু তো একটা করে দেখাব। সকলে মিলে সেটাই করেছি।”
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও স্মৃতিচারণ করেছেন রোহিত। বলেছেন, “ওই দলটা ভালবাসি। ওদের সঙ্গে খেলে দারুণ লেগেছে। অনেক বছর ধরে আমরা একসঙ্গে খেলেছি। এক-দু’বছরের পরিশ্রমে ওই ট্রফি জেতা সম্ভব নয়। অনেক বছরের পরিশ্রম লেগেছে। অনেক বার ট্রফিটা জেতার কাছাকাছি এসেছিলাম। শেষ ধাপটা পেরোতে পারছিলাম না। মুখে বলা আর কাজে করে দেখানো অনেক আলাদা। একজন বা দু’জন নয়, দল হিসাবে আমরা ট্রফিটা জিতেছি।”