বিরাট কোহলীর সঙ্গে হয়তো কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে বাবর আজমকে। সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। এ বার জল্পনা মাত্রা পেল জয় শাহের কথায়। সব ঠিকঠাক থাকলে পরের বছরই দেখা যেতে চলেছে অ্যাফ্রো-এশিয়া কাপ। এশীয় একাদশের বিরুদ্ধে খেলবে আফ্রিকার একাদশ।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “আমরা এ ব্যাপারে বেশ কিছু প্রস্তাব ইতিমধ্যেই পেয়েছি। এই প্রতিযোগিতাটা দারুণ। এতে শুধু ব্যবসায়িক লাভই হবে না, আফ্রিকার ক্রিকেটেরও অনেক উন্নতি হবে। আমরা এখন আইনি দিকগুলো খতিয়ে দেখছি।” কোথায় এই প্রতিযোগিতা হবে, সেটা ঠিক করাই আপাতত এসিসি-র মূল দায়িত্ব। উল্লেখ্য, বার্মিংহ্যামে কোহলীদের টেস্ট চলাকালীনই আইসিসি-র বার্ষিক সাধারণ সভা হবে। সেখানেও বিষয়টি উঠতে পারে।