Advertisement
১১ মে ২০২৪
Mamata Banerjee

মতুয়ারা সবাই দেশের নাগরিক, এনআরসি করতে দেব না: মমতা

একই সঙ্গে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। 

বনগাঁর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র

বনগাঁর সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গোপালনগর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১২:৩৪
Share: Save:

উত্তর ২৪ পরগনার গোপালনগরে প্রশাসনিক সভা থেকে এনআরসি ইস্যুতে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘এ রাজ্যে বসবাসকারী সবাই নাগরিক। মতুয়ারা এ দেশের নাগরিক। এখানে এনআরসি করতে দেব না।’’ একই সঙ্গে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির ঘোষণাও করেছেন তিনি।

কৃষি আইনের বিরুদ্ধে বুধবার ফের সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘এমন আইন কেন্দ্র তৈরি করেছে যে কৃষকদের সব ফসল নিয়ে চলে যাবে। আর কৃষক অভাবে কাঁদবে। আলুসেদ্ধ-ভাতও খেতে পাবেন না। সেই কারণেই সারা দেশে এই তিন আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। কেন্দ্রকে বলছি, এই আইন প্রত্যাহার করুন।’’

সভা চলাকালীন দর্শকদের মধ্যে থেকে কয়েক জন কিছু একটা দাবি করেন মমতার কাছে। তাতে কিছুটা বিরক্ত হন মুখ্যমন্ত্রী। বেশ কিছু ক্ষণ মমতাকে বক্তব্য থামিয়ে তাঁদের কথা শুনতে হয়। তাঁদের উদ্দেশে বলেন, ‘‘এত এত লোক সভায় আসেন। তার মধ্যে ২-৪ জন একটা প্ল্যাকার্ড নিয়ে এসে সভার কাজে বাধা দেন। এটা হতে পারে না। আপনাদের কোনও দাবিদাওয়া থাকলে নির্দিষ্ট পদ্ধতি মেনে জানান। উপায় থাকলে তার ব্যবস্থা করা হবে। কিন্তু এ ভাবে সভার কাজ ব্যাহত করবেন না।’’ এমনকি, মুখ্যমন্ত্রকে আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘‘কিছু মনে করবেন না, আপনাদের কয়েক জনের জন্য মন খারাপ হয়ে গেল।’’

লাইভ আপডেট:

• পরিযায়ী শ্রমিকদের ৩০০ ট্রেনে করে নিয়ে আসা হয়েছে রাজ্যে

• আর আপনাদের বলি, এলাকায় বহিরাগত এলে ঠেকাতে হবে

• আমি সত্যি বলছি, আপনাদের ৪-৫ জনের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল

• যে লোকটা আপনাদের জন্য এত কাজ করে, তাঁর সভা নষ্ট করার চেষ্টা করেন এ ভাবে?

• আপনি চিঠি লিখে জানান, অন্য কোনও উপায়ে জানান

• তাই যে লোকটাকে বললেই হয়, তাঁর সভায় গিয়ে দু’-চারটে প্ল্যাকার্ড নিয়ে এসে বিক্ষোভ দেখাবেন, এটা করা যাবে না

• স্বাস্থ্যসাথী করিয়ে নিন পরিবারের জন্য

• দুয়ারে সরকার কর্মসূচি চলছে, আপনারা সেখানে যান, সরকার সব কিছু দেবে

• কেন্দ্রীয় সরকারকে বলুন, জিএসটির টাকা দিতে, জিএসটির টাকা দিচ্ছে না

• চার-পাঁচ জন মিলে কেউ যদি আমার সভায় এসে কোনও কিছু দাবি করেন, আমি কিন্তু সেটা করতে পারব না

• আমি মা-বোনেদের বলব, একটা রাজ্য দেখান, যেখানে মেয়েরা এত সুযোগ-সুবিধা পায়

• তুমি ক’টাকা দিয়েছো যে হিসেব চাইছ?

• আমপানের টাকা দিয়ে এখন বলছে হিসেব চাই

• এ ছাড়া সরকারি হাসপাতালে তো বিনা পয়সায় চিকিৎসা হয়

• সরকার আপনাদের জন্য এক একটা পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা দেবে

• আমরা ১০ কোটি মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি

• আপনারা নিজে লিখে জমা দিন, কোথায় কী জমি আছে, মিউটেশন হওয়ার আগেই কৃষকবন্ধু প্রকল্পের সুযোগ পাবেন

• সেই ক্যাম্পে আপনারা যাবেন, এখন আমরা সেল্ফ সার্টিফিকেট দিই

• আমরা সরকারকে নির্দেশ দিয়েছি, দুয়ারে সরকার কর্মসূচি চলছে

• ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষক মারা গেলে তাঁদের ২ লক্ষ টাকা দিই

• আপনারা জানেন, আমরা কৃষকদের জমির কোনও খাজনা নিই না

• কিন্তু আমরা চাষিদের থেকে প্রচুর চাল কিনি

• কিন্তু কেন্দ্র অন্য রাজ্য থেকে বেশি চাল কেনে, আর আমাদের রাজ্য থেকে কম কেনে

• আমার চাষিরা প্রচুর ধান উৎপাদন করে

• আপনারা জানেন এরা কী করে? কেন্দ্রের একটা ফুড কর্পোরেশন আছে

• এর নাম বিজেপি সরকার

• আর আপনারা কেঁদে বেড়াবেন, আলুসেদ্ধ-ভাতও খেতে পাবেন না

• আর বিভিন্ন কোম্পানির লোক আসবে, তারা কিনে নিয়ে যাবে আর বেশি দামে বিক্রি করবে

• এগুলো কোনওটাই আর অত্যাবশ্যকীয় পণ্য নয়

• আজ কী হয়েছে জানেন? আপনার আলু আপনি রাখতে পারবেন না, আপনার চাল আপনি রাখতে পারবেন না

• আমরা চাষিদের কাছ থেকে আলু কিনতাম, যখন আলুর দাম বাড়ত আমরা সাধারণ মানুষকে কম দামে দিতাম

• কৃষকের নিরাপত্তা থাকবে না, তাই সারা দেশে আলোচনা চলছে

• না হলে কৃৃষকরা যা ফসল ফলায় সব নিয়ে যাবে কালোবাজারি, মুনাফাখোর, মজুতদাররা নিয়ে চলে যাবে

• বিজেপিকে বলুন ওই আইন প্রত্যাহার করুন

• তিনটে কৃষি বিল তৈরি করেছে কেন্দ্র

• আমাকে হিন্দু ধর্ম শেখাবেন না, আমি যেটা বলি, সেটা কাজে করে দেখাই

• আর বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে, আরএসএস-এর লোক নিয়ে আসছে

• এখন সিপিএমের হার্মাদরা বিজেপির সঙ্গ দিচ্ছে

• সিপিএমের অত্যাচার দেখেননি? একটা লোকের কোনও উপকার করেছে?

• বিজেপির কাজই এটা, এখানে এসে বলবে বাংলাকে গুজরাত বানিয়ে দেবে

• বিজেপি যতই বলুক, এনআরসি করতে দেব না, দেব না

• তাঁদের সবাইকে উদ্বাস্তু হিসেবে ঘোষণা করে স্বীকৃতি দিয়েছি

• দু’রকম কলোনি আছে, একটা রাজ্য সরকারের কলোনি, অন্যটা কোনও রাজ্য সরকারের জায়গায় বসে আছে

• আমাদের বাংলায় ৯৪টা উদ্বাস্তু কলোনি ছিল, সেই কলোনিগুলোকে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে

• চার-পাঁচ বছর আগে যাঁরা এসেছেন, তাঁদের জেলাশাসক সার্টিফিকেট দিতেন, এখন তা কেড়ে নেওয়া হয়েছে

• আমি বলে যাচ্ছি, মতুয়ারা সবাই ভারতের নাগরিক, আর কোনও প্রমাণের দরকার নেই

• এক বার যদি এনআরসি চালু হয়, তা হলে কিন্তু সব নথি চাইবে

• হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গিয়েছে

• হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে রাজ্য সরকার ছুটির ব্যবস্থা করবে

• কমিটির নামগুলো ঠিক করে দিলেই আমি কাজ শুরু করে দেব

• মতুয়া ভাইবোনদের জন্য ১০ কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি

• আমরা বাউড়ি সম্প্রদায়ের জন্য বোর্ড করেছি, নমশূদ্রদের জন্য করেছি, মতুয়া বোর্ডও তৈরি করেছি

• বনগাঁ, গাইঘাটা, বাগদা এই সব এলাকা আমার কাছে নতুন নয়

• জ্যোতিপ্রিয় মল্লিক নিজে আমাকে বলত, আর আমি বলতাম চিকিৎসার জন্য নিয়ে এসো

• বড়মা যখন খুব অসুস্থ, গত ৩০ বছর ধরে বড়মার চিকিৎসা কিন্তু আমি নিজে করিয়েছি

• মতুয়া ভাইবোনেরা আপনারা জেনে রাখুন

• তেঘরিয়া আছে, মধ্যমগ্রামে অনুকূল ঠাকুরের জায়গা আছে, আমাদের অনেক জায়গা আছে

• আপনাদের এখানে চাকলায় লোকনাথ ধাম আছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Bongao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE