Advertisement
২৬ এপ্রিল ২০২৪
KMC

বিকৃত মানচিত্র নিয়ে কালো তালিকাভুক্ত সেই সংস্থা

কলকাতা পুরসভা সূত্রের খবর, গত ডিসেম্বর মাসে পুরসভার দৈনন্দিন কাজকর্ম জনসমক্ষে প্রচারের উদ্দেশ্যে ফেসবুক পেজ চালু করে পুর প্রশাসন।

এই শুভেচ্ছাবার্তা ঘিরেই বিতর্ক।

এই শুভেচ্ছাবার্তা ঘিরেই বিতর্ক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০২:০৪
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে কলকাতা পুরসভার ফেসবুক পেজে দেওয়া শুভেচ্ছাবার্তায় ভারতের বিকৃত মানচিত্র ব্যবহারের জন্য বরাতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘ফেসবুক পেজে যে এটা হয়েছে তা জানতাম না। কানে আসার পরেই তা তুলে নিতে বলা হয়।’’ তিনি জানান, কাউন্সিলর সন্দীপন সাহা আইটির উপদেষ্টা হিসেবে পেজটি দেখতেন। এক সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। তাদের কালো তালিকাভুক্ত করতে বলা হয়েছে।

কলকাতা পুরসভা সূত্রের খবর, গত ডিসেম্বর মাসে পুরসভার দৈনন্দিন কাজকর্ম জনসমক্ষে প্রচারের উদ্দেশ্যে ফেসবুক পেজ চালু করে পুর প্রশাসন। প্রতি মাসে ৬৫ হাজার টাকার ভিত্তিতে একটি বেসরকারি সংস্থা তা চালানোর বরাত পায়। পুরসভা সূত্রে জানানো হয়েছে, সংস্থার পাওনা টাকা আটকে রাখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Firhad Hakim Indian Map Republic Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE