Advertisement
২৭ এপ্রিল ২০২৪
State News

এটা নিরপেক্ষ থাকার সময় নয়: নন্দিতা

শুক্রবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে সাহিত্য উৎসবের আসরেও সিএএ-এনআরসি নিয়ে সরব হলেন নন্দিতা দাস।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ০৩:৫৭
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বা জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে প্রতিবাদে বলিউডে গুটিকয়েক স্বরের অন্যতম তিনি। শুক্রবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে সাহিত্য উৎসবের আসরেও এই বিষয়ে সরব হলেন নন্দিতা দাস। সাহিত্যিক সাদাত হাসান মান্টোকে নিয়ে তাঁর ছবি নির্মাণের অভিজ্ঞতা বিষয়ে লেখা বই নিয়ে আলোচনা করতে এসেছিলেন তিনি। সেখানেই একটি প্রশ্নের উত্তরে নন্দিতা বলেন, ‘‘এটা নীরব বা নিরপেক্ষ থাকার সময় নয়।’’

ওই চিত্রপরিচালক ও অভিনেত্রীর কথায়, ‘‘যখন দেশের অর্থনীতির বেহাল দশা, পরিবেশের সঙ্কট, লিঙ্গসাম্যের সমস্যা ইত্যাদি নিয়ে আমাদের সরব হওয়ার কথা, তখন সব কিছুই গুলিয়ে দেওয়া হচ্ছে। তার বদলে আমাদের খামোকা দেশের লোককে নাগরিকত্বের নথি দিয়ে পরিচয় দিতে হবে বলে দাবি করা হচ্ছে। গরিব মানুষকে বা ধর্মের ভিত্তিতে লোকজনকে ধরে এ ভাবে অযথা হয়রান করা হবে। এর বিরুদ্ধে সকলেরই পথে নামা উচিত।’’

দেশের বা উপমহাদেশের এই সঙ্কটের সময়ে থাকলে কী বলতেন মান্টো? ‘‘তিনি অবশ্যই খুব অবাক হতেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এক বার তো দেশভাগ হয়েইছে! ফের মানুষকে ধর্মের নামে ভাগ করার চেষ্টা হচ্ছে। মান্টো থাকলে আফসোস করতেন, ৭০ বছরে আমরা কিছুই শিখিনি,’’ বললেন নন্দিতা।

আরও পড়ুন: ছেলে সেনায়, দেশ হারানোর ভয় বাবার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nandita Das CAA NRC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE