বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এড নামের এক পোষ্য জ়েব্রা। এক সপ্তাহ ধরে চলল তার ‘রহস্য’ উন্মোচনের সফর। এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়িয়েছে সে। সহজে ধরাও দেয়নি। তার পর ধরা পড়লেও তাকে সহজে ফেরানো যায়নি। হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে এডকে। ঘটনাটি ঘটেছে টেনেসিতে। জ়েব্রাকে হেলিকপ্টারে ঝুলিয়ে ফিরিয়ে আনার মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নীল আকাশের মধ্যে দিয়ে উড়ে আসছে একটি হেলিকপ্টার। সেই হেলিকপ্টারের নীচে বাঁধা রয়েছে একটি কালো রঙের ব্যাগ। সেই ব্যাগে হাত-পা বাঁধা অবস্থায় রাখা রয়েছে একটি জ়েব্রাকে। জ়েব্রাটির মুখটিও বাঁধা রয়েছে একটি দড়ির সাহায্যে। ‘দুষ্টু’ সেই জ়েব্রাটি এক সপ্তাহ ধরে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র ঘুরে বেড়াচ্ছিল। এক সপ্তাহ পার করে তাকে বাগে পাওয়া গিয়েছে। তাই এত আয়োজন। আকাশে ওড়ায় মজা পাচ্ছে জ়েব্রাটিও। ছোট্ট ছোট্ট চোখ মেলে সে ইতিউতি চেয়ে দেখছে। একটি খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই জ়েব্রাকে পাকাড়াও করে নিয়ে যাওয়ার জন্য একটা ট্রাক। সেটির পাশে দাঁড়িয়ে রয়েছে জনা কয়েক তরুণ। হেলিকপ্টারটি এসে সেই ট্রাকটির উপরে থামল। তরুণেরা ছুটে গিয়ে জ়েব্রাটিকে তড়িঘড়ি সেই দড়ি থেকে খুলে ট্রাকের ভিতর ঢোকাল। তার হাত-পা-মুখের বাঁধন তখনও খোলা হল না। এডকে তার একলা সফরের শেষটা শান্ত মনে মেনে নিতে বাধ্য করা হল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
রাদারফোর্ড কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, জ়েব্রাটিকে টেনেসির ন্যাশভিলে থেকে প্রায় ৪০ মাইল দূরে একটি মাঠে একা একা চড়ে বেড়াতে দেখা গিয়েছিল। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়েছে। তাকে আপাতত একটি পশুর খামারে নিয়ে য়াওয়া হয়েছে। সেখান থেকে জ়েব্রাটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানতে পারা গিয়েছে।
আরও পড়ুন:
কলিন রাগ মানের এক ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছেন। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ ৩০ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। সাত হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। জ়েব্রা উদ্ধারের ভিডিয়ো দেখে নেটাগরিকেরা মজা পেয়েছেন।