ছোট ট্রাকে বেঁধে নিয়ে আসা হয়েছে একটি ষাঁড়কে। একটি ছোট রাস্তায় ট্রাকটি দাঁড় করানো হল। ট্রাকটিকে ঘিরে দাঁড়াল ছোট থেকে বড়, নানা লোকজন। ষাঁড়টিকে বেঁধে রাখা দড়িগুলো খুলে দিতেই ঘটল বিপদ। ষাঁড়টি গেল খেপে। মুক্তি পেতেই ট্রাক থেকে লাফিয়ে নেমে দৌড় শুরু করল ষাঁড়টি। সেটির শিঙের আকৃতি দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রায় সকলেরই আত্মারাম যেন খাঁচাছাড়া হয়ে গেল। রাস্তার কুকুরগুলিও অজানার উদ্দেশে ছুট লাগাল, পাছে ষাঁড়ের গুঁতো খেয়ে প্রাণ হারাতে হয়। কিন্তু এক তরুণ দুঃসাহস দেখিয়ে সেই ‘খ্যাপা’ ষাঁড়টির পিছনে ক্যামেরা হাতে নিয়ে দৌড়ল। ষাঁড়টি বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর পিছনে ঘুরে তাঁর দিকেই দৌড়ে এল। চিত্রগ্রাহক তরুণকেই ষাঁড়ের গুঁতোর বলি হতে হল। সেই গুঁতো খেয়ে উল্টে রাস্তার উপরে পড়ে গেল সে। মোবাইলটিও গিয়ে পড়ল অন্য কোথাও। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু এক গলির মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট ট্রাক। সেটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে নানা বয়সি মানুষজন। সেই ট্রাকে বাঁধা রয়েছে একটি ষাঁড়। সেটির দড়ি খুলতেই আশপাশে দাঁড়িয়ে থাকা লোকের মেলা মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। কারণ বাঁধন থেকে ছাড়া পেতেই ষাঁড়টি উন্মাদের মতো ছুটতে লাগল। বিশাল শিং উঁচিয়ে কাউকে গুঁতো দেওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে উঠল সে। রাস্তায় থাকা কুকুরগুলিও প্রাণের মায়ার দৌড়তে লাগল। কেবলমাত্র এক জন তরুণই প্রাণের তোয়াক্কা না করে সেটির পিছনে মোবাইলের ক্যামেরা নিয়ে দৌড়ে গেল। আর ভাগ্যের পরিণতিতে ষাঁড়ের শিঙের ভয়াল খোঁচাও তাঁকেই খেতে হল। কিছুটা দৌড়ে যাওয়ার পর গোঁতানোর জন্য কাউকে না পেয়ে ষাঁড়টি নিজের গতি বদলে নিল। পিছনে ঘুরেই সে দেখতে পেল তরুণ ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে। এক সেকেন্ডও সময় নষ্ট না করে ষাঁড়টি সোজা এসে তরুণকে একটা গুঁতো মারল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘_মার_জ়ুক’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় তিন লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মজার মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।