যেমন বিশাল আকার, তেমনই ক্রোধ। বস্তাবন্দি করার চেষ্টা করতে গিয়ে হিমশিম খেলেন বন দফতরের কর্মীরা। ফণা উঁচিয়ে উদ্ধারকারী কর্মীর দিকে তেড়ে এসে ছোবল মারার চেষ্টা করল ১২ ফুট লম্বা এক শঙ্খচূড়। রবিবার, হরিদ্বারের কাঁখাল বৈরাগী ক্যাম্প এলাকায় দেখা মেলে বিশাল এই সাপটির। স্থানীয়েরা বনবিভাগকে খবর দেওয়ায় উদ্ধারকারী দল ছুটে আসে। সাপটিকে বন্দি করার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রুদ্ধ ও ভয়ঙ্কর বিষধর এই সাপটিকে দেখার পর স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটিকে এক ঝলক দেখার জন্য প্রচুর লোকের ভিড় জমে যায়। বনবিভাগের কুইক রেসপন্স টিম পাঠিয়ে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করা হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, বন দফতরের এক জন দক্ষ উদ্ধারকারী কর্মী সাবধানে বিশাল শঙ্খচূড়টিকে একটি বস্তায় ভরার চেষ্টা করছেন। তবে সাপটি বার বার তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ে ছোবল মারার চেষ্টা করছে। বিশাল ফণা তুলে ভয় দেখানোর চেষ্টা করে চলে বিষধর সরীসৃপটি। তাকে কব্জা করতে বেশ বেগ পেতে হয় কর্মীকে। আঁকশি ও লাঠি দিয়ে বহু বার চেষ্টার পর হিংস্র সরীসৃপটিকে ধরে ফেলতে সক্ষম হন কর্মীটি।। বন দফতর থেকে জানানো হয়েছে যে সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা প্রচুর মানুষের নজর কেড়েছে। ১৪ লক্ষ বার দেখা হয়েছে। তিন হাজারের বেশি লাইক পড়েছে তাতে। সাপ উদ্ধারকারী কর্মীর সাহস ও দক্ষতা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।