এক কথা, দু’কথা হতে হতে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা। সেই বচসার জেরে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। দাম্পত্যকলহে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বেরিয়ে চারতলার বারান্দা থেকে সোজা নীচে ঝাঁপ দিলেন এক তরুণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে আত্মহত্যার দৃশ্যটি। ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ তা দেখেছেন। ভয়াবহ এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
প্রথম সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাতের দিকে এক ব্যক্তি ছুটে ছাদের ঘর থেকে বেরিয়ে আসছেন। কোনও কিছু আন্দাজ করার আগেই তিনি রেলিং পেরিয়ে চার তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। তাঁকে থামানোর জন্য ওই ব্যক্তির পিছন পিছন ছুটে আসেন এক মহিলা। সব কিছু এত দ্রুত ঘটে যে স্ত্রীর নিষেধ তাঁর কানে পৌঁছোনোর আগেই ঝাঁপ দেন স্বামী। দ্বিতীয় ক্যামেরায় ধরা পড়েছে আরও ভয়াবহ দৃশ্য। ভিডিয়োয় দেখা গিয়েছে, শূন্য থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। সেখানে দাঁড় করানো ছিল একটি বাইক। সেটির উপর পড়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। কয়েক মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে। ভিডিয়োয় শোনা গিয়েছে স্ত্রীর হৃদয়বিদারক চিৎকার। তিনি বার বার চিৎকার করছেন, কাঁদছেন এবং সাহায্যের জন্য মরিয়া হয়ে আবেদন করছেন। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
ভিডিয়োটি ‘ডেডলি কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে রিপোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর বহু মানুষের মনই ভারাক্রান্ত হয়ে গিয়েছে। প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘ভাবুন তো, স্ত্রীর কথা কতটা তিক্ত ছিল যে তার জন্য স্বামী জীবন বিসর্জন দিলেন।’’