Advertisement
E-Paper

হাজার পুরুষের সঙ্গে সঙ্গম অতীত! এ বার মহাকাশে যৌনসম্পর্ক গড়া নিয়ে সম্মুখসমরে দুই দুষ্টু তারকা

প্রতিবেদন অনুযায়ী, দুই প্রাপ্তবয়স্ক বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) মহাকাশে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। বনি এবং লিলির কলহ শুরু কয়েক মাস আগে থেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ০৭:৫৯
Bonnie Blue wants to become the first to have sex in space

ছবি: সংগৃহীত।

উত্তরোত্তর প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে দুই দুষ্টু তারকা লিলি ফিলিপস এবং বনি ব্লুর। এর আগে হাজার পুরুষের সঙ্গে সঙ্গম নিয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন দু’জনে। এ বার চ্যালেঞ্জ মহাকাশে সঙ্গম করা নিয়ে। শুনে অবিশ্বাস্য মনে হলেও তেমনটাই উঠে এসেছে সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর একটি প্রতিবেদনে।

ওই প্রতিবেদন অনুযায়ী, দুই প্রাপ্তবয়স্ক বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) মহাকাশে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। বনি এবং লিলির কলহ শুরু কয়েক মাস আগে থেকে। লিলির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বনি। বনির দাবি ছিল, ১০০০ পুরুষের সঙ্গে সঙ্গমের যে ভাবনা, তা তাঁর থেকে চুরি করেছিলেন লিলি। যদিও লিলি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এ বার মহাকাশে কে আগে সঙ্গম করবেন তা নিয়ে সম্মুখসমরে দুই দুষ্টু তারকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লিলি এবং বনি— দুই প্রাপ্তবয়স্ক বিষয়স্রষ্টাই অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন রকেটে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন এবং পৃথিবী থেকে কয়েক মাইল উপরে সাহসী যৌন সঙ্গম করে ইতিহাস গড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। ইচ্ছাপ্রকাশ করেছেন মধ্যাকর্ষণ শক্তির বাইরে গিয়ে সঙ্গমে লিপ্ত হওয়া বিষয়টি ক্যামেরাবন্দি করারও। আর তার জন্যই নাকি চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এই খবর দুষ্টু ছবির দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

পুরো বিষয়টি সম্পর্কে ধারণা রয়েছে এমন এক ব্যক্তি সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘ওঁরা (লিলি এবং বনি) একে অপরকে মারাত্মক চ্যালেঞ্জ করে প্রতিযোগিতায় নেমেছেন। রকেটে কী ভাবে জায়গা পাবে তা নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছেন দু’জনেই।’’

২৩ বছর বয়সি লিলি গত বছর এক রাতে ১০০ জন পুরুষকে শয্যাসঙ্গী করার চেষ্টা করার পর সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। এর কিছু দিন পরেই, তিনি ২৪ ঘণ্টায় ১,০০০ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক গড়ার ইচ্ছাপ্রকাশ করেন। অন্য দিকে, বনি মাত্র ১২ ঘণ্টায় ১,০৫৭ জন পুরুষের সঙ্গে সঙ্গম করে সেই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন।

Bizarre Bizarre Incident Bizarre News OnlyFans Star Space sex
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy