Advertisement
E-Paper

ভাল কাজের পুরস্কার, হাজার কর্মীকে নিখরচায় বিদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে দেশি সংস্থা, শুনেই হা-হুতাশ করে উঠল নেটপাড়া

চেন্নাইয়ের ক্যাসাগ্র্যান্ড সংস্থায় রয়েছেন মোট ৭ হাজার কর্মী। তাঁদের মধ্যে প্রায় ১৫ শতাংশের জন্য এই বিদেশ সফরের আয়োজন করেছে সংস্থাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:১৪
Company has sponsored a weeklong London trip

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মচারীদের সবেতন লন্ডনে ছুটি কাটাতে পাঠাচ্ছে একটি সংস্থা। এক সপ্তাহব্যাপী সেই ভ্রমণের সমস্ত খরচ বহন করবে সংস্থাই। চেন্নাইয়ের রিয়্যাল এস্টেট সংস্থা ক্যাসাগ্র্যান্ড। সংস্থার বার্ষিক লাভের টাকায় এক-দু’জন নয়, ১০০০ কর্মীকে বিদেশ ভ্রমণে পাঠাচ্ছে ‘দিলদার’ সংস্থাটি।

সংস্থার লক্ষ্য পূরণ করতে পারলে কর্মীদের পুরস্কার দেওয়ার রেওয়াজ রয়েছে বেশ কিছু সংস্থার। তার থেকে আরও এক ধাপ এগিয়ে কর্মীদের জন্য বিলাসবহুল ভ্রমণের আয়োজন করেছে ক্যাসাগ্র্যান্ড। সংস্থায় রয়েছেন মোট ৭ হাজার কর্মী। তাঁদের মধ্যে প্রায় ১৫ শতাংশের জন্য এই বিদেশ সফরের আয়োজন করেছে সংস্থাটি। ভারত এবং দুবাইয়ের শাখা থেকে বাছাই করা হাজার জন কর্মী লন্ডন যাওয়ার সুযোগ পেয়েছেন।

লন্ডন সফরের জন্য একটি বিশেষ দল পর্যন্ত তৈরি করেছে সংস্থাটি। এরাই সব কর্মীর থাকা, খাওয়া, বেড়ানোর যাবতীয় দায়িত্ব বহন করবেন। বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা করে ফেলেছে বিশেষ দলটি। লন্ডনে ভ্রমণ এবং থাকার সমস্ত বিষয়গুলি দেখভাল করবে এই দলটি। এই ভ্রমণে পদ বা পদমর্যাদা নির্বিশেষে সমস্ত কর্মচারী একসঙ্গে সমান আতিথেয়তা লাভ করবেন। তাঁরা সকলে একসঙ্গে সমস্ত জায়গায় ভ্রমণ করতে পারবেন। সেন্ট পলস ক্যাথিড্রাল, লন্ডন ব্রিজ, বিগ বেন, বাকিংহাম প্যালেস, পিকাডেলি সার্কাস, ট্রাফালগার স্কোয়্যার, মাদাম তুসোর মতো বিখ্যাত জায়গাগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন কর্মীরা। এ ছাড়াও টেমস নদীর তীরে একটি ক্রুজ়ে ভ্রমণের বন্দোবস্ত করা হয়েছে।

কাসাগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর অরুণ এমএন সংবাদমাধ্যমকে বলেছেন, “কর্মীরাই সংস্থার আসল সম্পদ। কারণ সংস্থাটি সম্পদ ভাগ করে নেওয়ায় বিশ্বাস করে। তাই প্রতি বছরই আমরা কর্মীদের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি, যাতে তাঁরা বুঝতে পারেন সংস্থা তাঁদের পাশে রয়েছে। এই বিদেশভ্রমণের আয়োজনের উদ্দেশ্যই হল কর্মীদের অনুপ্রাণিত করা। সংস্থার সাফল্যের জন্য তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া।” ইতিমধ্যেই সিঙ্গাপুর, তাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই এবং স্পেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে ৬,০০০-এরও বেশি কর্মী ঘোরার সুযোগ পেয়েছেন।

বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের এক জন লিখেছেন, ‘‘বিদেশ যাওয়ার দরকার নেই দেশেই কোথাও বিনামূল্যে ঘোরার ব্যবস্থা করে দিলেই বর্তে যাব।’’ অন্য এক জন লিখেছেন ‘‘সবেতন ছুটি লাগবে না, শুধু বিদেশ ঘুরিয়ে আনলেই হবে।’’

Chennai Business Trip Real Estate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy