আচমকা আকাশে উড়ল সোফা। —প্রতীকী ছবি।
তীব্র ঝড়ের দাপটে চারদিক লন্ডভন্ড হয়ে যায়। হাওয়ার বেগে অনেক কিছুই আকাশে উড়ে এ দিক ও দিক পড়ে। তাই বলে কি না, আস্ত একটা সোফা উড়ে গেল ঝড়ে! এমন কাণ্ডই ঘটেছে তুরস্কের আঙ্কারায়।
খুব জোরে ঝড় হচ্ছে। এমন সময় আকাশে উড়তে দেখা গেল একটি সোফাকে। দূর থেকে দেখে মনে হবে যেন, কাগজের টুকরো উড়ছে। কিন্তু আদতে সেটি আস্ত একটি সোফা। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Multiple sofas flying during storm in Ankara, Turkey. pic.twitter.com/gWpzUuwDM8
— Guru of Nothing (@GuruOfNothing69) May 17, 2023
ভিডিয়োতে দেখা গিয়েছে, আকাশে কালো মেঘের ঘনঘটা। খুব জোরে ঝড় বইছে। এমন সময় দেখা গেল আকাশে উড়ছে সোফা। গত ১৭ মে এই ঘটনা ঘটেছে। ঝড়ে সেই শহরে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বহু গাছ পড়ে গিয়েছে। সোফাটি উড়ে একটি বাগানে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy