গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন মা। সেই গাড়ি চালাচ্ছিলেন বাবা। সেই ঘটনার জন্য বাবাকেই দোষী সাব্যস্ত করে বিপুল পরিমাণ জরিমানার আদেশ দিল মুম্বইয়ের মোটর অ্যাক্সিডেন্ট ট্রাইব্যুনাল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই জরিমানার অঙ্ক তুলে দিতে হবে তাঁরই ৮ বছরের মেয়ের হাতে। ২০২১ সালের এই দুর্ঘটনা মামলাটির নিষ্পত্তি করে সম্প্রতি আদালত এই রায় দিয়েছে বলে খবর। মহারাষ্ট্রের ঠাণের বাসিন্দা ওই নাবালিকার হাতে প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তরুণী মারা যাওয়ার পর তাঁর মা মেয়ের মৃত্যুর জন্য জামাই, গাড়ির মালিক, চালক এবং তার বিমা সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন।
সংবাদ প্রতিবেদন অনুসারে পরিবারটি ২০২১ সালে নানদেড় থেকে উমরখেড় যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন বালিকার বাবা। গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খায়। এর ফলে মেয়েটির মা গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। মৃত তরুণী পেশায় এক জন নার্স ছিলেন। শুনানিতে ট্রাইব্যুনাল গাড়ি চালানোর সময় অভিযুক্তের অবহেলার কথা উল্লেখ করে। দুর্ঘটনার জন্য বালিকার বাবাকেই দায়ী করে আদালত। প্রতিবেদনে বলা হয়েছে, আদালত মোট ৬৪ লক্ষ ৮২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। বিমা সংস্থা এই আবেদনের বিরোধিতা করে জানায় যে, তাঁদের সংস্থা থেকে বিমা করানো গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দিয়েছে অন্য একটি গাড়ি। ট্রাইব্যুনাল বিমা সংস্থার যুক্তি প্রত্যাখ্যান করে।
আরও পড়ুন:
যেহেতু এই দুর্ঘটনার জন্য নাবালিকার বাবাকেও দোষী করা হয়েছিল তাই আদালতের রায়ে বলা হয়েছে ক্ষতিপূরণের ৫০ শতাংশ তিনি বহন করবেন। মামলার আবেদন করার পর থেকে আদায় না হওয়া পর্যন্ত ৮ শতাংশ বার্ষিক সুদ-সহ ৩২.৪১ লক্ষ টাকা দিতে হবে নাবালিকার বাবাকে।