গ্রামে ঢুকে ছাগল গিলেছিল ২০ ফুটের রাক্ষুসে পাইথন। চাষির ছাগলটিকে উদ্ধারের জন্য সরীসৃপটিকে কেটে দু’টুকরো করে ফেললেন গ্রামবাসীরা। বন্যপ্রাণীটিকে নির্মম ভাবে হত্যা করার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সংবাদ প্রতিবেদন অনুসারে কৃষকের ছাগলকে বাঁচাতে গ্রামবাসীরা বিশাল অজগরটিকে হত্যা করেন। গ্রামবাসীরা মৃত ছাগল এবং অজগরটিকে রাস্তায় টেনে নিয়ে যান। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
রাকাসা পুলিশ স্টেশন এলাকার পুনাওয়ালি গ্রামের ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামেরই এক কৃষক মুকুন্দি রাজপুতের পুত্র যশবন্ত রাজপুত এলাকার রাজঘাট খালের কাছে অবস্থিত মাঠে তাঁর ছাগল এবং অন্যান্য গবাদি পশু চরাতেন। এলাকাটি ঝোপঝাড়ে ভরা। সেখানেই গা-ঢাকা দিয়ে ছিল ১৫ থেকে ২০ ফুট লম্বা অজগরটি। ঘাসে ঢাকা জমি থেকে সাপটি বেরিয়ে এসে ছাগলটিকে আক্রমণ করে। সাপ আক্রমণ করায় ছাগলটি আর্তনাদ করে ওঠে। সেই আওয়াজ শুনে যশবন্ত ঘটনাস্থলে ছুটে আসেন। সাপটিকে ছাগল গলাধঃকরণ করতে দেখে তিনি সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। অন্যান্য কৃষকেরা লাঠি, কুড়ুল নিয়ে অজগরের হাত থেকে ছাগলটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে আসেন। ভিডিয়োয় দেখা গিয়েছে ছাগলটিকে বাঁচাতে গ্রামবাসীরা অজগরটিকে আক্রমণ করছেন। গ্রামবাসীদের মধ্যে এক জন ধারালো অস্ত্র দিয়ে সরীসৃপটিকে আঘাত করেন। বহু প্রচেষ্টা সত্ত্বেও ছাগলটিকে বাঁচানো যায়নি। আঘাতের কারণে অজগরটিও ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন:
এই মর্মান্তিক ভিডিয়োটি ‘এনসিআর পত্রিকা’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে গ্রামবাসীরা মৃত ছাগল এবং সাপটিকে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। এক জন কালো ছাগলের মৃতদেহটি নিয়েছেন এবং অন্য জনকে লম্বা লাঠি দিয়ে মৃত সাপটিকে টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে।