গভীর চিন্তায় মগ্ন হয়ে খাবার চিবোচ্ছিল ‘মরুভূমির জাহাজ’। কিন্তু সামনে ক্যামেরা ধরতেই ভোল বদল হয়ে গেল তার। গলা ছেড়ে গান গাইতে শুরু করল উট। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি উট গলা ছেড়ে বিকট শব্দ বার করছে। কিন্তু তার দৃষ্টি ক্যামেরার দিকে। এক মুহূর্তের জন্যও চোখ সরছে না তার। কিছু ক্ষণ মুখ দিয়ে একটানা আওয়াজ বার করার পর আবার চুপ করে যায় উটটি।
আরও পড়ুন:
ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য সেই ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে উটের গান গাওয়ার ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটাগরিক উটের ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘দর্শক পেয়েই তো রূপ বদল করে ফেলল উটটি। এর আগে চুপচাপ ছিল। মুখের সামনে ক্যামেরা ধরতেই গান করতে শুরু করে দিল সে।’’ আবার এক জন নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘এ তো মস্ত বড় গায়ক! কোনও মঞ্চে গান গাওয়ার সুযোগ দেওয়া উচিত উটটিকে।’’