রেস্তরাঁয় গিয়ে পছন্দের দক্ষিণী খাবার অর্ডার করেছিলেন ক্রেতা। কিছু ক্ষণ পর টেবিলে সেই খাবার পরিবেশনও করে দিলেন রেস্তরাঁর কর্মী। কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া শুরু করলেন ক্রেতা। কিন্তু খেতে খেতে মাঝপথেই থেমে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে রেস্তরাঁর কর্মীদের হাঁকডাক করতে শুরু করলেন তিনি। তাঁর খাবারের মধ্যে রয়েছে একটি মৃত আরশোলা। তা দেখে গা গুলিয়ে উঠল ক্রেতার।
রেস্তরাঁর কর্মীকে অভিযোগ জানালে ক্রেতাকে বিশেষ আমল দিলেন না তিনি। রেগে গিয়ে কড়া পদক্ষেপ করে বসলেন ক্রেতা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘তেলুগু স্ক্রাইব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, টেবিলে খাবার পরিবেশন করা হয়েছে। কিন্তু সেই খাবারের মধ্যে রয়েছে একটি মৃত আরশোলা। ঘটনাটি হায়দরাবাদের নানাক্রমগুড়া এলাকার একটি রেস্তরাঁয় ঘটেছে।
সেই রেস্তরাঁয় গিয়ে পছন্দের দক্ষিণী খাবার অর্ডার করেছিলেন এক ক্রেতা। সময়মতো তাঁর টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছিলেন রেস্তরাঁর এক কর্মী। কিন্তু খাওয়ার মাঝেই থেমে যান ক্রেতা। ক্রেতার অভিযোগ, খাবারের মধ্যে একটি মৃত আরশোলা ছিল। তা দেখে খাবার ছেড়ে উঠে পড়েন তিনি। রেস্তরাঁর কর্মীর কাছে বিষয়টি জানালে ক্রেতার অভিযোগ শুনে বিশেষ পাত্তা দেননি তিনি। রেগেমেগে খাদ্য সুরক্ষা দফতরের কাছে সেই রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ক্রেতা।