Advertisement
E-Paper

‘রকি ভাই’ বা ‘পুষ্পা’র মতো গুন্ডাদের পিটিয়ে ঠান্ডা করে দিতাম! মন্তব্য করে হইচই ফেললেন পুলিশ সুপার, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেওরিয়ার মণিনাথ ইন্টারমিডিয়েট কলেজে অনুষ্ঠিত শ্রী মণিনাথ ব্রহ্মজয়ন্তীর ৫৬তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুলিশ সুপার সঞ্জীব সুমন। সেখানেই ওই মন্তব্য করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:২২
Video shows police super of Uttar Pradesh’s Deoria says he will teach lesson to film character like Rocky Bhai and Pushpa

দেওরিয়ার পুলিশ সুপার সঞ্জীব সুমন। ছবি: ইনস্টাগ্রাম।

‘কেজিএফ’-এর রকি ভাই বা ‘পুষ্পা’র পুষ্পারাজের মতো নেতিবাচক চরিত্রকে শুধু শুধু হিরো হিসাবে দেখানো হয়। তাঁর মতো পুলিশের হাতে এরা পড়লে পিটিয়ে ঠান্ডা করে দিতেন তিনি। এমন মন্তব্য করে হইচই ফেললেন উত্তরপ্রদেশের দেওরিয়ার পুলিশ সুপার সঞ্জীব সুমন। একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সেই মন্তব্য করেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেওরিয়ার মণিনাথ ইন্টারমিডিয়েট কলেজে অনুষ্ঠিত শ্রী মণিনাথ ব্রহ্মজয়ন্তীর ৫৬তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুলিশ সুপার সঞ্জীব। সেখানে পড়ুয়াদের উদ্দেশে বক্তৃতা করার সময় পুলিশ সুপার বলেন, ‘‘বিভিন্ন সিনেমায় যে সব চরিত্র সিগারেট খায়, গুন্ডামি করে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের হিরো হিসাবে দেখানো হয়। কিন্তু তেমনটা হওয়া উচিত নয়। কারণ, এই সব চরিত্র পড়ুয়াদের মনে প্রভাব ফেলে। অনেকে এই চরিত্রদের মতো হতে চায়।’’ সঞ্জীব আরও বলেন, ‘‘আমাদের বুঝতে হবে যে সিনেমা কেবল সিনেমা। সিনেমা বাস্তব জীবন নয়। তাই সিনেমা থেকে অনুপ্রাণিত না হয়ে নিজের জীবন উন্নত করতে হবে। তা হলেই জীবনে অগ্রগতি হবে।’’ আর তাই পড়াশোনা করতে চাইলে এবং জীবনে বড় হতে চাইলে পড়ুয়াদের ঝামেলা এবং মারামারি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সঞ্জীব।

এর পর পুলিশ সুপার আরও মন্তব্য করেন, তিনি যদি রকি ভাই এবং পুষ্পার মতো গুন্ডাদের খুঁজে পান, তা হলে তিনি লাঠি দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দেবেন তাঁদের। পাশাপাশি ওই মঞ্চ থেকে সমাজবিরোধীদের সতর্ক হয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন সঞ্জীব। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই পুলিশ সুপারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সঞ্জীব ২০১৪ সালের ব্যাচের এক জন আইপিএস অফিসার। বিহারের খাগড়িয়ার বাসিন্দা তিনি। পড়াশোনা করেছেন আইআইটি রুরকি থেকে। এক জন সাধারণ পরিবার থেকে উঠে আসা সঞ্জীব কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে ইউপিএসসি পাশ করেন। ২০১৬ সালে বাগপতে এএসপি হিসাবে নিযুক্ত হন সঞ্জীব। ২০১৮ সালে কানপুরে দায়িত্ব পালন করেন। বর্তমানে উত্তরপ্রদেশের দেওরিয়ায় কর্মরত।

Viral Video Uttar Pradesh police super Pushpa: The Rule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy