Advertisement
০৭ মে ২০২৪
TMC

Anupam Hazra: অনুব্রত, মদনদের চিকিৎসা অসম্পূর্ণ রেখে মেরে ফেলার চক্রান্ত? আরটিআই বিজেপির অনুপমের

টুইটে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম করেছেন অনুপম। তবে অনুব্রত মণ্ডলের নাম না করে তাঁকে ‘অসুস্থ মানুষ’ হিসাবে উল্লেখ করেছেন।

অনুপম হাজরার টুইট।

অনুপম হাজরার টুইট। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৭:৩৩
Share: Save:

কয়েক জন তৃণমূল নেতার চিকিৎসা অসম্পূর্ণ রেখে তাঁদের মেরে ফেলার চক্রান্ত হচ্ছে? এই প্রশ্ন তুলে এ বার তথ্যের অধিকার আইন (আরটিআই)-এ জানতে চাইলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বিষয়টি নিয়ে টুইটও করেছেন অনুপম। টুইটে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম করেছেন তিনি। তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের নাম না করলেও তাঁকে ‘অসুস্থ মানুষ’ হিসাবে উল্লেখ করেছেন অনুপম।অনুপম টুইট করেছেন, ‘বীরভূমের অনুস্থ মানুষটাকে বার বার অসম্পূর্ণ চিকিৎসা করে ছেড়ে দেওয়া হচ্ছে, যার ফলে উনি সিবিআই, ইডি-র হাজিরা দেওয়ার সময় বার বার অসুস্থ হয়ে পড়ছেন— তাই আরটিআই-এর মাধ্যমে এসএসকেএম এবং উডবার্ন-এর কোন কোন চিকিৎসকরা তাঁর মতো বা মদনবাবু-সহ তৃণমূলের অন্য অসুস্থ নেতাদের বার বার অসম্পূর্ণ চিকিৎসা করে মেরে ফেলার চক্রান্ত করছেন— তা জানতে চাওয়া হয়েছে!!!’ অনুপমের বক্তব্য, ‘‘ওঁরা বার বার অসুস্থ হয়ে পড়ছেন। অনুব্রত মণ্ডলকে সিবিআই ডাকলেই ‘অসুস্থ’ বলে দাবি করা হচ্ছে। সেই কারণেই আরটিআই করে জানতে চেষ্টা করছি যে, তাঁর অসম্পূর্ণ চিকিৎসা কেন করা হচ্ছে। সঠিক তথ্য বেরিয়ে আসাটাও জরুরি।’’

তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘সম্প্রতি দেখা যাচ্ছে, যাঁরাই বিজেপি করছেন তাঁদের মস্তিষ্কবিভ্রাট ঘটছে। তাই এই ধরনের প্রশ্ন যাঁরা তুলছেন তাঁদের মস্তিষ্কবিভ্রাট ঘটেছে বলে আমার মনে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE